ক্যাম্পাস

গোবিপ্রবির ৬ কর্মকর্তা বরখাস্ত

বিভিন্ন অভিযোগে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) চাকরি থেকে তিন কর্মকর্তাকে স্থায়ী ও তিন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বিষয়টি সাংবাদিকদের জানানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার মো. এনামউজ্জজামান ওই ছয়জনের বরখাস্তের আদেশে স্বাক্ষর করেছেন।

স্থায়ী বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন, সহকারি রেজিস্ট্রার (স্টোর) মোহাম্মদ সাইফুল্লাহ, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মিকাইল ইসলাম ও সিনিয়র মেডিকেল অফিসার ডা. অভিষেক বিশ্বাস।

সাময়িক বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন, বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার ফারজানা ইসলাম, নজরুল ইসলাম, পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কাস দপ্তরের উপ-পরিচালক তুহিন মাহমুদ।

রেজিস্ট্রার স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, ২০১৮ এর ২ (চ) ধারা মোতাবেক ওইসব কর্মকর্তারা পলাতক থাকায় এবং একই আইনের ৪ এর উপধারা ৫(ঘ) ধারা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্টার ফারজানা ইসলাম, নজরুল ইসলাম ও উপ-পরিচালক তুহিন মাহমুদকে সাময়িক এবং সহকারি রেজিস্টার (স্টোর) মোহাম্মদ সাইফুল্লাহ, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মিকাইল ইসলাম ও সিনিয়র মেডিকেল অফিসার ডা. অভিষেক বিশ্বাসকে স্থায়ী বরখাস্ত করা হয়েছে।