অধিকৃত পশ্চিম তীরের একটি ফিলিস্তিনি গ্রামে অবৈধ ইসরায়েলি বসতি স্থাপনকারীরা একটি মসজিদে অগ্নিসংযোগ করেছে। বৃহস্পতিবার টিআরটি ওয়ার্ল্ড এ তথ্য জানিয়েছে।
ফিলিস্তিনি শহর দেইর ইস্তিয়ায় মসজিদের একটি দেয়াল, কমপক্ষে তিনটি কুরআনের কপি এবং কিছু কার্পেট পুড়িয়ে দেওয়া হয়েছে।
মসজিদের একপাশে বসতি স্থাপনকারীরা ‘আমরা ভয় পাই না’, ‘আমরা আবার প্রতিশোধ নেব’ এবং ‘নিন্দা চালিয়ে যাও’ এর মতো গ্রাফিতি করা বার্তা রেখেছিলেন।
এটি ছিল ধারাবাহিক আক্রমণের মধ্যে সর্বশেষ যা শীর্ষ কর্মকর্তা, সামরিক নেতা এবং ট্রাম্প প্রশাসনের উদ্বেগ প্রকাশ করেছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সহিংসতার বৃদ্ধির বিষয়ে কোনও মন্তব্য করেননি।
ইসরায়েলি সামরিক বাহিনীর সদস্যরা তাৎক্ষণিকভাবে মন্তব্যের অনুরোধের জবাব দেয়নি।
বুধবার এক সংবাদ সম্মেলনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, “পশ্চিম তীরের ঘটনাগুলো ছড়িয়ে পড়ার এবং গাজায় আমরা যা করছি তা দুর্বল করার বিষয়ে কিছুটা উদ্বেগ রয়েছে।”
দুই বছর আগে গাজায় ইসরায়েলের গণহত্যা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে তরুণ অবৈধ বসতি স্থাপনকারীরা শত শত আক্রমণ করেছে পশ্চিম তীরের ফিলিস্তিনিদের ওপর। সম্প্রতি ফিলিস্তিনিদের জলপাই বাগান থেকে ফসল তোলার সময় আক্রমণ তীব্রতর হয়েছে। ২০০৬ সালে জাতিসংঘের মানবিক কার্যালয়ের নজরদারি শুরু হওয়ার পর থেকে অক্টোবর মাসে অধিকৃত পশ্চিম তীরে অবৈধ বসতি স্থাপনকারীদের সর্বোচ্চ সংখ্যক আক্রমণ রেকর্ড করা হয়েছে।
মঙ্গলবার কয়েক ডজন মুখোশধারী অবৈধ ইসরায়েলি বসতি স্থাপনকারী অধিকৃত পশ্চিম তীরের বেইত লিড এবং দেইর শারাফ ফিলিস্তিনি গ্রামে আক্রমণ করে, যানবাহন এবং অন্যান্য সম্পত্তিতে আগুন ধরিয়ে দেয়।