সারা বাংলা

পাঁচ মাস পর খুলল পঞ্চগড় প্রেস ক্লাবের দরজা

দীর্ঘ পাঁচ মাস সিলগালা থাকার পর খুলে দেওয়া হয়েছে পঞ্চগড় প্রেস ক্লাব। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার নাহিদ হাসান ও সদর থানার ওসি আব্দুল্লা হিল জামানের উপস্থিতিতে প্রেস ক্লাবের তালা খুলে দেওয়া হয়।

এ সময় উচ্ছ্বাস প্রকাশ করেন গণমাধ্যমকর্মীরা। বিতরণ করা হয় মিষ্টি। দীর্ঘদিন বন্ধ থাকায় প্রেস ক্লাবের ভেতরে জমেছে ময়লা-আবর্জনা। খোলার পরই শুরু হয় পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ। দু-একদিনের মধ্যে প্রেস ক্লাবে কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এর আগে, গণঅভ্যুত্থানের পর প্রেস ক্লাবে চরম সংকটের সৃষ্টি হয়। বিদ্যমান দুটি পক্ষের মধ্যে দ্বন্দ্ব চরম আকার ধারণ করলে গত ২৯ মে প্রেস ক্লাব এলাকায় ১৪৪ ধারা জারি করে জেলা প্রশাসন। এ সময় সিলগালা করে দেয়া হয় প্রেস ক্লাব ভবন ও প্রধান ফটক।

গত সোমবার রাতে জেলা প্রশাসন ও বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যস্থতায় দুই পক্ষের ঐক্যমত্যের ভিত্তিতে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ১৫ সদস্য বিশিষ্ট একটি কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। নতুন কমিটির আবেদনের প্রেক্ষিতে ৫ মাস ১৪ দিন পর প্রেস ক্লাবের তালা খুলে দেয় জেলা প্রশাসন।

পঞ্চগড় প্রেস ক্লাবের নতুন কমিটির সভাপতি মোশাররফ হোসেন বলেন, ‘‘প্রেস ক্লাব পেশাদার সাংবাদিকদের সংগঠন। দীর্ঘদিন ধরে এটি বন্ধ ছিল। আজ সমস্যার সমাধান হয়েছে। প্রেস ক্লাব খুলে দেয়া হয়েছে। গণমাধ্যমকর্মীরা এখন নিয়মিত প্রেস ক্লাবে আসা-যাওয়া করবেন এবং প্রেস ক্লাব আবারো প্রাণবন্ত উঠে উঠবে।’’