সারা বাংলা

কুষ্টিয়া-১ আসনে এনসিপির প্রার্থী হতে চান নুসরাত তাবাসসুম 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে এমপি পদপ্রার্থী হতে চান দলটির যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাতে রাজধানীতে এনসিপির কেন্দ্রীয় কার্যালয় থেকে দলীয় মনোনয়নপত্র কিনেছেন তিনি।  

শুক্রবার (১৪ নভেম্বর) দুপুরে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে নুসরাত তাবাসসুম বলেছেন, “কুষ্টিয়া-১ আসনে দলীয় প্রার্থী হতে মনোয়নপত্র নিয়েছি।”

নিজের ফেসবুক পেজে মনোনয়নপত্র কেনার তিনটি ছবি পোস্ট করে নুসরাত তাবাসসুম লিখেছেন, ‘সকাল সকাল একটি খবর আপনাদের জানাই। আমি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে কুষ্টিয়া-১ আসনে শাপলা কলি মার্কার মনোনয়নপত্র নিয়েছি।” 

তিনি আরো লিখেন, “গত সাত-আট বছর সরাসরি রাজনীতির সঙ্গে যুক্ত আমি। এর মধ্যে মাত্র এক বছর জাতীয় রাজনীতিতে। আমার অসংখ্য সীমাবদ্ধতা। তা সত্ত্বেও অনেক চিন্তা-ভাবনার পর এই সিদ্ধান্ত নিয়েছি। আমি জানি, আমি দেশকে, আমার জনপদকে কী দিতে পারব। শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া আর সমর্থন চাই।” 

কুষ্টিয়া-১ আসনে বিএনপির তিনবারের সাবেক সংসদ সদস্য রেজা আহমেদ ইতোমধ্যে দলীয় মনোনয়ন পেয়েছেন। একই আসনে প্রার্থী হচ্ছেন জামায়াতে ইসলামীর মাওলানা বেলাল খান। স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুষ্টিয়া জেলা সমন্বয়ক হাসিবুর রহমান।