সারা বাংলা

১৭ নভেম্বর ঘিরে প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘‘আদালতের আদেশ অনুযায়ী, আগামী ১৭ নভেম্বর শেখ হাসিনাসহ তিন আসামির মামলার রায় ঘোষণা করা হবে। এজন্য আইনশৃঙ্খলা বাহিনী যা প্রস্তুতি নেওয়ার নিয়েছে। এ নিয়ে কোনো আশঙ্কা বা চ্যালেঞ্জ নেই।’’

শনিবার (১৫ নভেম্বর) দুপুরে পটুয়াখালী সার্কিট হাউজের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাব তিনি এসব কথা বলেন।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘‘আগামী ফেব্রুয়ারিতে রোজার আগে নির্বাচন হবে। এজন্য যা যা প্রস্তুতি নেওয়া দরকার, নিয়েছি। জনগণ ও রাজনৈতিক দল নির্বাচনমুখী হয়ে গেছে। আশা করি, নির্বাচন খুব শান্তিপূর্ণভাবে হবে। নির্বাচনের আগে লটারির মাধ্যমে মাঠ প্রশাসন আবার ঢেলে সাজানো হবে।’’

তিনি বলেন, ‘‘নির্বাচন কমিশনের কাছে প্রস্তাব দেয়া হয়েছে, এবার নির্বাচনে আগে ৫ দিন, নির্বাচনের দিন এবং নির্বাচনের পরের ৩ দিন আইনশৃঙ্খলা বাহিনী বিশেষ অভিযানে মাঠে নামবে। নির্বাচনের সময় মাঠে ১ লাখ সেনাবাহিনী, ১ লাখ ৫০ হাজার পুলিশ, ৩৫ হাজার বিজিবি, ৫ হাজার নৌবাহিনী, ৪ হাজার কোস্টগার্ড, ৮ হাজার র‌্যাব, ৫ লাখ ৫০ হাজার আনসার সদস্য মোতায়েন থাকবে।’’