সারা বাংলা

বগুড়ায় উপজেলা যুবলীগ ও ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

বগুড়ার শাজাহানপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় যুবলীগ ও ছাত্রলীগের দুইজন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১৫ নভেম্বর) দুপুরে উপজেলার পৃথক স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তাররা হলেন- চুপিনগর বড়বাড়িপাড়ার আব্দুল রশিদ প্রাংয়ের ছেলে ও শাজাহানপুর উপজেলা যুবলীগের সদস্য মো. শাহ আলম নান্নু (৩৮) এবং টেকুরগাড়ী গ্রামের মো. ইসরাফিল হোসেনের ছেলে ও শাজাহানপুর উপজেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আহসান হাবীব (৩০)।

শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম শফিক বলেন, “তাদের দুইজনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা আছে। ওই মামলায় শাজাহানপুরের দুবলাগাড়ী এলাকা থেকে নান্নুকে এবং শাজাহানপুরের আড়িয়া বাজার এলাকা থেকে আহসান হাবিবকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।”