সারা বাংলা

দিনাজপুরে বাড়ছে শীত

দিনাজপুরে কমেছে তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি। কনকনে শীতে কাঁপছে জেলাবাসী। ফলে বেশি বিপাকে পড়েছেন শ্রমজীবী মানুষ। 

দিনাজপুর আবহাওয়া অফিস রবিবার (১৬ নভেম্বর) সকালে উত্তরবঙ্গের এ জেলায় ১৬.২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে।

দিনাজপুর জেলা আবহাওয়া অফিস ইনচার্জ তোফাজ্জল হোসেন জানান, আজ সকাল ৬টায় দিনাজপুরের সর্বনিম্ন তাপমাত্রা ১৬.২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসের আদ্রতা ছিল ৮৯ শতাংশ।