সারা বাংলা

বরগুনায় ছাত্রলীগের মশাল মিছিল 

বরগুনা-তালতলী আঞ্চলিক সড়কের সদরের পাজরাভাঙা এলাকায় মশাল মিছিল করেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বরগুনা জেলার নেতাকর্মীরা। 

শনিবার (১৫ নভেম্বর) রাত আটটার দিকে ৫০ থেকে ৬০ জন ছাত্রলীগ নেতাকর্মী এই মশাল মিছিল করেন। 

এসময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে অবৈধ বলে স্লোগান দেন তারা। মিছিলে শেখ হাসিনা ফিরবে বলেও স্লোগান দেন তারা।

মিছিল থেকে বরগুনা জেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল কবির রেজার নেতৃত্বে মশাল মিছিল হয়েছে বলে স্লোগান দেন ছাত্রলীগের নেতাকর্মীরা। ছাত্রলীগের মশাল মিছিলের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। 

এ বিষয়ে বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াকুব আলী বলেন, “মশাল মিছিলের একটি ভিডিও নজরে এসেছে। পুলিশ অভিযান চালাচ্ছে। নাশকতাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”