চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করা হয়েছে। এতে কুমিল্লা বোর্ডে নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ২৩ জন শিক্ষার্থী। ফেল থেকে উত্তীর্ণ হয়েছেন ১০৮ জন।
রবিবার (১৬ নভেম্বর) দুপুরে কুমিল্লা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে পুনর্নিরীক্ষণের ফল প্রকাশের পর এ তথ্য জানা যায়।
বোর্ড সূত্র জানায়, এ বছর পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেছে ২৭ হাজার ১৮১ জন পরীক্ষার্থী। পুনর্নিরীক্ষণের করা হয়েছে ৯৪ হাজার ৬৫টি উত্তরপত্র। এর মধ্যে ২ হাজার ৫৮৯টি উত্তরপত্রে নম্বর পরিবর্তন হয়। নম্বর আপগ্রেড হয়েছে ২ হাজার ২১৩টি এবং গ্রেড পরিবর্তন হয়েছে ৫৮৭ পরীক্ষার্থীর।
ফল পরিবর্তনের মাধ্যমে মোট উত্তীর্ণ বেড়েছে ১০৮ জন এবং জিপিএ-৫ বেড়েছে ২৩টি।
কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর রুনা নাছরীন বলেন, বোর্ডের নিয়ম অনুযায়ী আবেদন গ্রহণ ও খাতা পুনর্নিরীক্ষণের সম্পন্ন করা হয়েছে। শিক্ষার্থীদের খাতা পুনর্মূল্যায়নের পর রবিবার ফলাফল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।