“অর্থ আত্মসাৎ এবং হত্যার হুমকির অভিযোগে অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা”— এমন শিরোনামে দেশের বেশ কিছু গণমাধ্যম খবর প্রকাশ করেছে। তারপর থেকে বিষয়টি সোশ্যাল মিডিয়ায় চর্চায় পরিণত হয়েছে। এ পরিস্থিতিতে নীরবতা ভেঙেছেন মেহজাবীন চৌধুরী।
রবিবার (১৬ নভেম্বর) দুপুরে মেহজাবীন চৌধুরী তার ভেরিফায়েড ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। তাতে এই অভিনেত্রী বলেন, “অনলাইনে আমার নাম ব্যবহার করে কিছু ভিত্তিহীন ‘মামলা’ সংক্রান্ত খবর ছড়িয়ে পড়ছে। আমার সকল সাংবাদিক সহকর্মীদের প্রতি অনুরোধ, দয়া করে কোনো প্রকার যাচাইহীন ও সত্যতা-বিহীন সংবাদ প্রকাশ থেকে বিরত থাকুন।”
মেহজাবীনের এ পোস্টে তার ভক্ত-অনুরাগীরা সহমত পোষণ করে মন্তব্য করছেন। সংবাদ প্রকাশ করায় সাংবাদিকদের নিয়ে সমালোচনাও করছেন নেটিজেনরা।
তবে গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, ব্যবসায় অংশীদার করার প্রতিশ্রুতি দিয়ে ২৭ লাখ টাকা ‘আত্মসাৎ করা ও হত্যার হুমকি দেওয়ার’ অভিযোগে অভিনেত্রী মেহজাবীন চৌধুরী এবং তার ভাই আলিসান চৌধুরীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ঢাকার একটি আদালত।
ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত-৩ এর বিচারক আফরোজা তানিয়া গত ১০ নভেম্বর তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। মামলার বাদী আমিরুল ইসলাম রবিবার গ্রেপ্তারি পরোয়ানা জারির তথ্য নিশ্চিত করেন।
উল্লেখ্য, ২০০৯ সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় বিজয়ী হন মেহজাবীন। এরপর শোবিজ অঙ্গনে পা রাখেন। ছোট পর্দার জনপ্রিয় এই অভিনেত্রী ক্যারিয়ারে উপহার দিয়েছেন অসংখ্য হিট নাটক। ওয়েব ফিল্মেও নিজের জাত চেনান। অভিনয় করেছেন সিনেমাতেও।