ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের বিশ্ব চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা। ঘরের মাঠে তাদের নাকানিচুবানি খাইয়ে হারাতে উইকেট তৈরি করেছিল ভারত। কিন্তু অন্যের জন্য গর্ত খুঁড়ে সেই গর্তে নিজেরাই পড়েছে। আজ রবিবার (১৬ নভেম্বর) ইডেন টেস্টের তৃতীয় দিনের দ্বিতীয় সেশনেই তারা দক্ষিণ আফ্রিকার কাছে হার মেনেছে ৩০ রানে।
টস জিতে দক্ষিণ আফ্রিকা আগে ব্যাট করতে নেমে ৫৫ ওভারে মাত্র ১৫৯ রানে অলআউট হয় প্রথম ইনিংসে। এরপর ভারত তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ৬২.২ ওভারে অলআউট হয় ১৮৯ রানে। ৩০ রানে পিছিয়ে সফরকারীরা দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৫৪ ওভারে ১৫৩ রানে অলআউট হয়। তাতে ভারতের সামনে জয়ের লক্ষ্যমাত্রা দাঁড়ায় মাত্র ১২৪ রান।
অনেকেই হয়তো ভেবেছে এই রান অনায়েসে করে ফেলবে ভারত। কিন্তু না। সিমন হার্মার ও কেশব মহারাজের ঘূর্ণি ও মার্কো জানসেনের গতিতে ভারত ৩৫ ওভারে অলআউট হয় মাত্র ৯৩ রানে। তাতে ৩০ রানের জয়ে দুই ম্যাচ টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল টেস্টের বিশ্ব সেরারা। তারা আবারও প্রমাণ করল, এমনি এমনি তারা টেস্ট চ্যাম্পিয়ন না।
দক্ষিণ আফ্রিকার জয়ের নায়ক সিমন হার্মার। তিনি প্রথম ইনিংসে ৩০ রানে ৪টি ও দ্বিতীয় ইনিংসে মাত্র ২১ রানে ৪টি উইকেট নেন। ম্যাচসেরাও হয়েছেন তিনি।
দ্বিতীয় ইনিংসে ৭ উইকেট হারিয়ে ৯৩ রান তুলে দ্বিতীয় দিন শেষ করেছিল দক্ষিণ আফ্রিকা। টেম্বা বাভুমা ২৯ ও করবিন বোশ ১ রানে অপরাজিত ছিলেন। অষ্টম উইকেট জুটিতে তারা দুজন দলীয় সংগ্রহকে ১৩৫ পর্যন্ত নিয়ে যান। এই রানে বোশ ফিরেন ২ চার ও ১ ছক্কায় ২৫ রানের ইনিংস খেলে। বাভুমা অবশ্য ফিফটি স্পর্শ করেন। ১৫৩ রানে সিমন হার্মার ৭ ও একই রানে কেশভ মহারাজ ডাক মারলে প্রোটিয়াদের ইনিংসের যবনিকাপাত ঘটে। বাভুমা ৪টি চারে অপরাজিত থাকেন ৫৫ রানে।
বল হাতে ভারতের রবীন্দ্র জাদেজা ৪টি, কুলদীপ যাদব ২টি ও মোহাম্মদ সিরাজ নেন ২টি উইকেট।
১২৪ রান তাড়া করতে নেমে শূন্যরানে যশস্বী জয়সওয়াল ও ১ রানের মাথায় লোকেশ রাহুলের উইকেট হারিয়ে শুরুতেই চাপে পড়ে যায় ভারত। সেখান থেকে ওয়াশিংটন সুন্দর ও ধ্রুব জুরেল ৩২ রানের জুটি গড়ে আশা দেখান। কিন্তু নিয়মিত বিরতিতে উইকেট পতন ঠেকানো যায়নি।
৩৩ রানের মাথায় জুরেল ফেরেন ১৩ রানে। ৩৮ রানে ঋষভ পন্ত ফিরেন ২ রানে। ৬৪ রানে গিয়ে রবীন্দ্র জাদেজা আউট হন ২ চারে ১৮ রান করে। ৭২ রানের মাথায় আউট হন একপ্রান্ত আগলে ব্যাটিং করা সুন্দর। ২ চারে সর্বোচ্চ ৩১ রান করেন তিনি। ৭৭ রানের মাথায় কুলদীপ আউট হন সপ্তম ব্যাটসম্যান হিসেবে।
অক্ষর প্যাটেল অবশ্য আশা জাগাচ্ছিলেন। ২ ছক্কা ও ১ চার মেরে ২৬ রান তোলেন মাত্র ১৭ বলে। দলীয় ৯৩ রানের মাথায় তিনি আউট হলে ভারতের জয়ের স্বপ্ন শেষ হয়ে যায়। পরের বলে মোহাম্মদ সিরাজ গোল্ডেন ডাক মারলে ৯৩ রানেই অলআউট হয় ভারত। আর দক্ষিণ আফ্রিকা পায় ৩০ রানের অসাধারণ এক জয়। যেখানে তাদের হারার বন্দোবস্ত ছিল, সেখানেই তারা বিজয়ের পাতাকা উড়াল।