আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের পক্ষে ফেসবুকে পোস্ট দেওয়ার অভিযোগে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আরেক ছাত্রলীগ কর্মীকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।
আটককৃত শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের ২০২০-২১ বর্ষের আকিব মাসুদ।
রবিবার (১৬ নভেম্বর) বেলা ১টার দিকে ব্যবসায় প্রশাসন অনুষদ ভবনে ম্যানেজমেন্ট বিভাগের পরীক্ষার হলের সামনে থেকে আটক করে প্রক্টরিয়াল বডির হেফাজতে নেওয়া হয়। পরে তাকে ইবি থানায় সোপর্দ করা হয়।
এর আগে, একই অভিযোগে শনিবার (১৫ নভেম্বর) বেলা ১২টার দিকে থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদ ভবনে পরীক্ষা চলাকালে সমাজকল্যাণ বিভাগের ২০২১-২২ বর্ষের শিক্ষার্থী সাগর আহমেদকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।
জানা যায়, ব্যবসায় প্রশাসন অনুষদ ভবনে ম্যানেজমেন্ট বিভাগের চতুর্থ বর্ষের দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা দিচ্ছিলেন আকিব। পরে দুপুর ১টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন নেতাকর্মী তাকে আটক করতে বিভাগের সামনে গিয়ে অবস্থান নেয়। এ সময় শিক্ষার্থীরা তাকে পরীক্ষার হল থেকে আটক করে মারধর করতে গেলে প্রক্টরিয়াল বডির সদস্যরা উদ্ধার করে থানায় সোপর্দ করে।
শিক্ষার্থীদের অভিযোগ, আকিব গত বছরের ৫ আগস্টের পরে নিয়মিত ফেসবুকে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের পক্ষে বিভিন্ন পোস্ট দিয়ে আসছেন। বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলে থাকা অবস্থায় জুনিয়র শিক্ষার্থীদের র্যাগিং দেওয়ার অভিযোগ রয়েছে তারা বিরুদ্ধে। এছাড়া তিনি শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী ও শোক দিবসের আলোচনা শেষে মারামারি ও ছুরিকাঘাতের ঘটনায় ছাত্রলীগ থেকে বহিষ্কার হয়।
আকিব মাসুদ বলেন, “আমি আওয়ামী লীগ নিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছি এবং আমার পরিবারও আওয়ামী লীগ করে। আমি একসময় ছাত্রলীগের কর্মী ছিলাম। পরে শৃঙ্খলা ভঙ্গের কারণে আমাকে দল থেকে বহিষ্কার করা হয়। আমি এতদিন ক্লাস-পরীক্ষা দিলেও কোনো সমস্যা হয়নি। আমি পূর্বেও ক্লাস করেছি। আজ পরীক্ষা দিতে এলে তারা আমাকে আটক করে।”
ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, “একজনকে আটক করে থানায় আনা হয়েছে। এ বিষয়ে আগামীকাল আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।”