বাংলাদেশের জামদানি শুধু নকশার সৌন্দর্যে নয়, কারিগরের নিখুঁত দক্ষতায় বিশ্বখ্যাত। এই খ্যাতির পেছনে যারা নীরবে কাজ করেন, তাদের অন্যতম ওস্তাদ আলী আকবর। গতকাল তার মৃত্যুসংবাদ পৌঁছালে শোকের পাশাপাশি গভীর আক্ষেপ নিয়ে মুখ খুললেন অভিনেত্রী জয়া আহসান।
দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন এক পোস্টে জয়া আহসান লিখেছেন, “জামদানি শাড়ি আমার কাছে সাংস্কৃতিক পরিচয়ের একটি অংশ। প্রতিটি সুতা, প্রতিটি নকশা আমাকে আমার ইতিহাসের সঙ্গে যুক্ত করে।”
জয়া স্মরণ করিয়ে দেন ছবিতে পরা তার সাদা রঙের অপূর্ব জামদানির কথা—যা তৈরি করেছিলেন ওস্তাদ আলী আকবর নিজ হাতে। তিনি লিখেন, “আমরা সত্যিই একজন রত্ন হারিয়েছি। কারণ এই নকশাটি তিনি ছাড়া কেউই তৈরি করতে পারতেন না—আর হয়তো পারবেনও না।”
জামদানি শিল্পের বর্তমান অবস্থা নিয়েও তীব্র খেদ প্রকাশ করেন জয়া। এ অভিনেত্রী লিখেন, “জামদানি তৈরি ধৈর্য ও নিবিড় পরিশ্রমের কাজ। কিন্তু আয় সামান্য। তাই নতুন প্রজন্ম আগ্রহ হারিয়ে ফেলছে। আমরা যদি তাদের প্রাপ্য সম্মান আর পাওনাটা দিতে পারতাম, তবে হয়তো শিল্পটা আজকের মতো হারিয়ে যেতে বসত না।”
নিজের ভাষায় আলী আকবরের স্মৃতি তুলে ধরে জয়া লেখেন, “এই মোটিভটি শুধু আলী আকবর ভাই-ই তৈরি করতে পারতেন। তার শরীর নিভে যাওয়ার সঙ্গে সঙ্গে সেই দক্ষতাও হারিয়ে গেল। তিনি ছিলেন এক সত্যিকারের শিল্পী—তার প্রতি রইল গভীর শ্রদ্ধাঞ্জলি।”
সবার প্রতি অনুরোধ জানিয়ে জয়া লেখেন—“এই ওস্তাদ কারিগরকে যেন প্রার্থনায় স্মরণ রাখা হয়।”
এদিকে, অভিনয়ে ব্যস্ত সময় পার করছেন জয়া আহসান। ২০২৫ সালে তার অভিনীত সিনেমাগুলোর মধ্যে রয়েছে ‘জয়া আর শারমিন’, ‘উৎসব’, ‘তাণ্ডব’, ‘ফেরেশতে’, ‘ডিয়ার মা’, ‘পুতুলনাচের ইতিকথা’। সামনে আরো নতুন প্রকল্পে দেখা যাবে এই অভিনেত্রীকে।