সারা বাংলা

‘ঢাকা লকডাউন’: গোপালগঞ্জে আরেক মামলা, আসামি ২৫২

আওয়ামী লীগের ‘ঢাকা লকডাউন’ কর্মসূচির দিন গোপালগঞ্জে অবরোধ, ককটেল নিক্ষেপ ও অগ্নিসংযোগের ঘটনায় সদর থানায় আরেকটি মামলা দায়ের হয়েছে। এ মামলায় ২৫২ জনকে আসামি করা হয়েছে। এ নিয়ে জেলায় মামলা সংখ্যা দাঁড়াল পাঁচটি।

গোপালগঞ্জ সদর, কাশিয়ানী ও কোটালীপাড়া থানায় পাঁচটি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় ২৬৬ জনের নামে ও অজ্ঞাত ৮৮৭ জনকে আসামি করা হয়েছে। এসব মামলায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম মামলা দায়েরের তথ্য জানিয়েছেন। তিনি জানান, গত ১৩ নভেম্বর আওয়ামী লীগের ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি কেন্দ্র করে গোপালগঞ্জের কয়েকটি স্থানে সন্ত্রাসী কার্যক্রম চালায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। 

এ ঘটনায় গোপালগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল কুদ্দুস বাদী হয়ে ৩২ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ২২০ জনকে আসামি করে মামলা করেছেন। এর আগে ‘ঢাকা লকডাউন’ কর্মসূচির ঘটনায় গোপালগঞ্জ সদর, কোটালীপাড়া ও কাশিয়ানী থানায় সন্ত্রাসবিরোধী আইনে চারটি মামলা দায়ের করে পুলিশ। 

আওয়ামী লীগের ‘ঢাকা লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে গোপালগঞ্জ শহরের গণপূর্ত অফিসের গাড়িতে ও সদর উপজেলার উলপুরে গ্রামীণ ব্যাংক অফিসে পেট্রোল বোমা নিক্ষেপ করে আগুন ধরিয়ে দেওয়া হয়। এছাড়া জেলার কয়েকটি স্থানে সড়কে গাছ ফেলে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়।