আন্তর্জাতিক

লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষীদের ওপর ইসরায়েলের গুলি

দক্ষিণ লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষীদের উপর ইসরায়েলি সামরিক বাহিনী গুলি চালিয়েছে। রবিবার এই ঘটনাকে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন বলে অভিহিত করেছে।

জাতিসংঘ বাহিনীর কোনো সদস্য আহত হওয়ার খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে রয়টার্স।

ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, সেনারা ইসরায়েল সীমান্তের কাছে এল হামামেস এলাকায় দুই সন্দেহভাজন ব্যক্তির উপর গুলি চালিয়েছিল, পরে তারা বুঝতে পারে যে তারা জাতিসংঘের শান্তিরক্ষী ছিল। খারাপ আবহাওয়ার কারণে শান্তিরক্ষীদের ভুলভাবে শনাক্ত করা হয়েছে। ঘটনাটি পর্যালোচনাধীন রয়েছে।

লেবাননে জাতিসংঘের অন্তর্বর্তীকালীন বাহিনী জানিয়েছে, ইসরায়েলি বাহিনী লেবাননের ভূখণ্ডের অভ্যন্তরে অবস্থানরত একটি মেরকাভা ট্যাঙ্ক থেকে শান্তিরক্ষীদের দিকে গুলি চালিয়েছিল। ওই শান্তিরক্ষীরা পায়ে হেঁটে যাচ্ছিল। ভারী মেশিনগানের গুলি শান্তিরক্ষীদের থেকে পাঁচ মিটার দূরে এসে পড়ে। এর ফলে তারা নিরাপদ স্থানে আশ্রয় নিতে বাধ্য হয়েছিল।

ইউএনআইএফআইএল জানিয়েছে, শান্তিরক্ষীরা সরকারিচ্যানেলের মাধ্যমে ইসরায়েলি সেনাবাহিনীর সাথে যোগাযোগ করার পরে ইসরায়েলি ট্যাঙ্কটি প্রত্যাহার করে নেওয়া হয়।