ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার সামনে দীর্ঘদিন ধরে দাঁড়িয়ে থাকা একটি লেগুনায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার (১৬ নভেম্বর) রাত ১০টার দিকে লেগুনা থেকে ধোঁয়া উঠতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনেন।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আক্তার হোসেন জানান, ধারণা করা হচ্ছে, আবর্জনা থেকে লেগুনাটিতে আগুন লেগেছে।
ফায়ার সার্ভিসের সদস্যরা জানান, লেগুনাটি জরাজীর্ণ অবস্থায় থাকায় আগুন দ্রুত ছড়ালেও বড় ধরনের ক্ষতি হয়নি।