সারা বাংলা

মুরগির ঘরে মিলল নানি ও নাতি-নাতনির মরদেহ

খুলনা নগরীর লবণচরা থানাধীন একটি বাড়ির মুরগির ঘর থেকে নানি ও তার দুই নাতি-নাতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১৬ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জিন্নাপাড়া মুক্তা কমিশনারের কালভার্ট এলাকার দরবেশ মোল্লার গলি থেকে তাদের মরদেহ উদ্ধার হয়। 

লবণচরা থানার অফিসার ইনচার্জ (ওসি) হাওলাদার সানোয়ার হুসাইন মাছুম মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

মারা যাওয়ারা হলেন- সাহিতুনন্নেছা (৬০) এবং তার নাতি মো. মুস্তাকিম (৯) ও নাতনি সাফিয়া খাতুন (৮)। 

দুই শিশুর মা রুবিয়া বেগম বলেন, “সকাল ৮টায় বাচ্চাদের সঙ্গে আমার শেষ কথা হয়েছে। দুপুরের পর ঘটনাটি ঘটতে পারে। আশেপাশে অন্য কোনো পরিবার নেই। কেন এবং কীভাবে হলো আমি বলতে পারছি না। আমি এখন কি নিয়ে বাঁচব।” 

লবণচরা থানার ওসি হাওলাদার সানোয়ার হুসাইন মাছুম বলেন, “নগরীর জিন্নাপাড়া মুক্তার কালভার্ট এলাকার বাসায় থাকতেন স্বামী সেফায়েত আহমেদ মুন ও তার স্ত্রী রুবিয়া বেগম। তারা চাকরিজীবী। সকালে তারা অফিসে যান। সন্ধ্যার পর বাসায় ফিরে তারা দেখেন, ঘর বাইরে থেকে আটকানো। পরে ঘরে প্রবেশ করে তিনজনকে খুঁজতে শুরু করেন তারা। এক পর্যায়ে মুরগির ঘরে তিনজনের মরদেহ দেখতে পেয়ে তারা পুলিশকে খবর দেন।” 

তিনি বলেন, “তাদের ভারি কোনো বস্তু দিযে আঘাত করে হত্যা করা হতে পারে। দেয়ালে রক্তের দাগ দেখা গেছে। তদন্ত চলছে, বিস্তারিত পরে জানা যাবে।”