জাতীয়

শাটডাউনের প্রভাব নেই, ঢাকা চলছে নিজের ছন্দে

মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির রায়কে কেন্দ্র করে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘোষণা করলেও সোমবার (১৭ নভেম্বর) সকাল থেকে রাজধানীতে তার দৃশ্যমান কোনো প্রভাব পড়েনি। ঢাকার প্রবেশপথসহ গুরুত্বপূর্ণ মহাসড়কগুলোতে সকাল থেকেই যানবাহন চলছে স্বাভাবিক নিয়মে।

সকাল ৮টা থেকে ১১টা পর্যন্ত রায়েরবাগ, শনিরআখড়া ও যাত্রাবাড়ী এলাকায় ঘুরে দেখা যায়- প্রাইভেটকার, সিএনজি, মোটরসাইকেল, আঞ্চলিক বাস স্বাভাবিক দিনের মতোই চলছে। দূরপাল্লার বাস কিছুটা কম হলেও শহরের ভেতরে চলাচল ছিল সাবলীল।

সাধারণ মানুষের প্রতিক্রিয়া

রায়েরবাগ থেকে নিউ মার্কেট যাচ্ছিলেন ব্যবসায়ী কাইউম। তিনি বলেন, শাটডাউন নাকি দিয়েছে আওয়ামী লীগ- রাস্তায় তো তার ছিটেফোঁটাও দেখলাম না। রাজনৈতিক পাগলামির কারণে মানুষকে দুর্ভোগে ফেলতে চাইছে।

তারাবো পরিবহনে মতিঝিলগামী রাফি বলেন, মিডিয়াতে দেখলাম কোনো অরাজকতা হয়নি। রাস্তাঘাট পুরো স্বাভাবিক। তাহলে এই কর্মসূচির প্রয়োজন কী?

একই এলাকার যাত্রী আবুল কাসেম বলেন, মহাসড়কে পুলিশ আছে ঠিকই, কিন্তু শাটডাউনের মতো কোনো পরিস্থিতি তো দেখলাম না। সবাই স্বাভাবিকভাবে চলাফেরা করছে।

পুলিশের বক্তব্য

রায়েরবাগে হাইওয়ে থানার ওসি আব্দুল কাদের জিলানী বলেন, এখন পর্যন্ত আমাদের এলাকায় কোনো সমস্যা হয়নি। তিনটি চেকপোস্ট বসানো হয়েছে, পুরো পরিস্থিতি নজরদারিতে আছে। যান চলাচল স্বাভাবিক।

তিনি জানান, রায়কে কেন্দ্র করে নাশকতা ঠেকাতে মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টে ৯টি চেকপোস্ট, ২৭টি পিকেট ও ৪২টি মোবাইল টিম মোতায়েন রয়েছে। দিনে চার শতাধিক এবং রাতে সাড়ে চার শতাধিক পুলিশ দায়িত্ব পালন করছেন।”

ওসি আরও বলেন, মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছি।