সারা বাংলা

মৌলভীবাজারে সড়কে গাছ ফেলে ৩ ঘণ্টা অবরোধ 

মৌলভীবাজারের রাজনগর উপজেলার নন্দীউড়া গ্রাম এলাকায় রাজনগর-ফেঞ্চুগঞ্জ আঞ্চলিক সড়কে তিন/চারটি গাছ কেটে ফেলে অবরোধ সৃষ্টি করা হয়েছে। পুলিশ ধারণা করছে, কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের কর্মীরা এ কাজ করেছে।

সোমবার (১৭ নভেম্বর) ভোর ৪টার দিক পাশের গাছ কেটে সড়কে ফেলা হয়। এতে প্রায় তিন ঘণ্টা আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ থাকে। এ সময় যাত্রীরা দুর্ভোগে পড়ে।

পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, তিন-চারটি গাছ কেটে ফেলে রাখলে দুই পাশে যানবাহনের জট লেগে যায়। তবে অবরোধ থাকাকালে বিক্ষোভকারীরা অবস্থান নিতে পারেনি। 

খবর পেয়ে রাজনগর থানার পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌছায়। রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন বলেন, ‘‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজনের সহায়তায় কাটা গাছগুলো সরিয়ে ফেলি। কয়েক ঘণ্টা পর সকাল ৮টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।’’ 

তিনি বলেন, ‘‘গোপনে আওয়ামী লীগের লোকজন কয়েকটি গাছ কেটে সড়কে ফেলে রেখে অবরোধ তৈরি করে। দ্রুত অপসারণ করতে পেরেছি। সকালে রাস্তায় লোক চলাচল কম থাকায় তেমন অসুবিধা হয়নি।’’

এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। ঘটনার তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।