সারা বাংলা

পটুয়াখালীর কারাগারে আ.লীগ নেতার মৃত্যু

পটুয়াখালীতে কারাগারে অসুস্থ হয়ে বড় বিঘাই ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের ইউনিয়ন কমিটির সাবেক সাধারণ সম্পাদক জাফর হাওলাদার (৫৫) মারা যান। সোমবার (১৭ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে পটুয়াখালী সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।  

গত ১১ নভেম্বর ডেভিল হান্টের অভিযানে ওই ইউনিয়নের কেওড়াবুনিয়া গ্রামের নিজ বাড়ি থেকে জাফরকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়।

পটুয়াখালী সদর থানার পরিদর্শক (তদন্ত) মোস্তাফিজুর রহমান মৃত্যুর তথ্য জানান। তিনি বলেন, ‘‘লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।’’ 

কারাগার সূত্রে জানায়, জাফর হাওলাদার সোমবার (১৭ নভেম্বর) দুপুর দেড়টার দিকে কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। তাৎক্ষণিক তাকে চিকিৎসার জন্য সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর আড়াইটার দিকে তার মৃত্যু হয়। তার মৃত্যুর পর হাসপাতাল চত্বরে কিছুটা উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হলে সেনা সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।