জাতীয়

ভুয়া তথ্য প্রচার ঠেকাতে গণমাধ্যমের ভূমিকা জরুরি: স্বরাষ্ট্র উপদেষ্টা 

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, “পার্শ্ববর্তী দেশ থেকে ছড়িয়ে আসা উত্তেজনাকর বক্তব্য বা ভুয়া তথ্য প্রচার ঠেকাতে গণমাধ্যমের সক্রিয় ভূমিকা জরুরি। সত্য সংবাদ প্রকাশ করলে পরিস্থিতি নিজেই শান্ত হয়ে যাবে।”

সোমবার (১৭ নভেম্বর) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা এ কথা বলেন।

‘শেখ হাসিনার রায়ে জনমনে আতঙ্ক নেই’ জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আদালত। এই রায় ঘিরে জনমনে আতঙ্ক সৃষ্টি হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্র।

তিনি বলেন, “সারা দেশে বড় কোনো অস্থিরতা চোখে পড়েনি। জনমনে আতঙ্কও নেই। তবে বরিশাল থেকে মন্ত্রণালয়ে ফেরার পথে মাদারীপুর, শরীয়তপুর, ফরিদপুর ও গোপালগঞ্জের মতো তুলনামূলক ‘ডিফিকাল্ট জোন’গুলোর পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণে রাখা হয়েছে।”

“সরকার যখন পদক্ষেপ নিয়েছে, তখন বাহিনীকেও সর্বোচ্চ প্রস্তুত রাখা হয়েছে।”

বিক্ষোভ–সংঘর্ষ ও গ্রেপ্তারের প্রসঙ্গ তুলে তিনি বলেন, “যেসব স্থানে ভাঙচুর বা বিশৃঙ্খলা ঘটেছে, সেখানে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। ধানমন্ডি ৩২–এ পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনাও তদন্তে রয়েছে। যেসব ক্ষেত্রে বাহিনীর সদস্য আহত হয়েছেন, সেখানে কঠোর আইনি প্রক্রিয়া প্রযোজ্য হবে।”

আত্মরক্ষার অধিকারের প্রসঙ্গে উপদেষ্টা বলেন, “কেউ যদি আক্রমণ বা হত্যাচেষ্টা চালায়, আত্মরক্ষায় আইনগত অধিকার প্রয়োগ করা স্বাভাবিক।”