সারা বাংলা

হিলিতে ঘুরছে ভারত থেকে আসা মুখপোড়া হনুমান

দিনাজপুরের হাকিমপুর (হিলি) উপজেলায় গত চার-পাঁচ দিন ধরে ভারত থেকে আসা মুখপোড়া একটি হনুমান ঘুরে বেড়াচ্ছে। অস্বাভাবিক দৃশ্য হলেও হনুমানটি মোটেও হিংস্র নয়, বরং এলাকাবাসী, বিশেষ করে শিশুদের সঙ্গে বেশ মিশে যাচ্ছে। বিষয়টি স্থানীয়দের মাঝে ব্যাপক কৌতূহলের সৃষ্টি করেছে।

সোমবার (১৭ নভেম্বর) দুপুরে উপজেলা কৃষি কার্যালয়ে দেখা যায় মুখপোড়া হনুমানটিকে। তাকে দেখার জন্য ভিড় জমায় স্কুলের শিক্ষার্থীসহ স্থানীয়রা। কেউ কলা দিচ্ছে, কেউ রুটি, সবই গ্রহণ করছে হনুমানটি। শিশুরাও তাকে নিয়ে খেলাধুলা করছে নির্ভয়ে।

কয়েকজন শিশু শিক্ষার্থী জানায়, সকাল থেকেই তারা হনুমানটিকে দেখছে। সে তাদের সঙ্গে খেলছে। তারা কলা আর রুটি খেতে দিচ্ছে, সে কিছুই করছে না। তাদের খুব ভালো লাগছে। যদি প্রাণিটি তাদের সঙ্গে গেলে বাড়িতেই নিয়ে যেত বলে জানায় তারা।

উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মেজবাহুর রহমান বলেন, “গতকাল রাত থেকেই আমাদের অফিসে অবস্থান করছে মুখপোড়া হনুমানটি। ধারণা করা হচ্ছে, এটি ভারতীয় কোনো ট্রাকে করে হিলিতে এসেছে। বিষয়টি আমরা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তাকে জানিয়েছি, তিনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।”