সারা বাংলা

নেত্রকোণায় দুই স্কুলে আগুন, আসবাবপত্র পুড়ে কয়লা

নেত্রকোণার সদর উপজেলায় একই রাতে দুটি স্কুল আগুনে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (১৭ নভেম্বর) রাতে উপজেলার মদনপুর ইউনিয়নের মনাং সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সাজিউড়া মফিলা ফয়েজ আদর্শ উচ্চ বিদ্যালয়ে অগ্নিসংযোগ করা হয়।

আগুনে প্রাথমিক বিদ্যালয়ের তিনটি শ্রেণিকক্ষ ও শিক্ষকদের একটি কক্ষ পুড়ে যায়। 

এলাকার বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, রাত ৩টার দিকে দুর্বৃত্তরা প্রথমে মনাং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এবং প্রায় একই সময়ে সাজিউড়া মফিলা ফয়েজ আদর্শ উচ্চ বিদ্যালয়ে আগুন ধরিয়ে দেয়। ধোঁয়া দেখে স্থানীয়রা ছুটে আসে। গ্রামবাসীরা আগুন নেভানোর চেষ্টা করলেও ততক্ষণে আধাপাকা প্রাথমিক বিদ্যালয়ের কয়েকটি কক্ষগুলো পুড়ে যায়। দ্রুত নিয়ন্ত্রণে আসায় মাধ্যমিক বিদ্যালয়ে বড় ধরনের ক্ষতি হয়নি।

খবর পেয়ে সোমবার (১৭ নভেম্বর) সকালে সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা বিনতে রফিক ঘটনাস্থল পরিদর্শন করেন।

মনাং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদা বেগম বলেন, ‘‘বিদ্যালয় পুড়ে যাওয়ায় সোমবার পাঠদান বন্ধ রাখা হয়।’’ 

নেত্রকোণা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহনেওয়াজ বলেন, ‘‘রাতে নাশকতা চালানো হয়। এখনো কাউকে আটক করা যায়নি। বিষয়টি তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে।’’

ইউএনও আসমা বিনতে রফিক বলেন, “ঘটনাস্থল পরিদর্শনের পর দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমার নির্দেশ দেওয়া হয়েছে।”