সাতসতেরো

পার্সিউস: যাকে বাক্সে বন্দী করে সমুদ্রে ভাসিয়ে দেওয়া হয়েছিলো

গ্রিক পুরাণে পার্সিউস একজন বিখ্যাত বীর এবং দানব হত্যাকারী। তিনি অলিম্পাসের প্রধান দেবতা জিউস এবং আর্গসের রাজকুমারী ডানাই-এর পুত্র ছিলেন। পার্সিউস হেডিস, হার্মিস এবং এথেনাদের মতো দেবতাদের সহায়তায় অসংখ্য বীরত্বপূর্ণ কাজ সম্পন্ন করেছিলেন। 

একবার সেরাইফোসের রাজা পলিডেক্টিস পার্সিউসের মাকে বিয়ে করতে চান। কিন্তু পার্সিউস বাধা দেন। পরে পলিডেক্টিস পার্সিউসকে শর্ত দেন, তিনি তার সিদ্ধান্ত থেকে সরে আসবেন, যদি পার্সিউস মেডুসার মাথা এনে দিতে পারেন। 

মেডুসার চোখের দিকে সরাসরি তাকালে যে কেউ পাথরে পরিণত হত। তাই এই অসম্ভব অভিযানে পার্সিউস হার্মিস এবং এথেনা-সহ অন্যান্য দেবতাদের কাছ থেকে বিশেষ সরঞ্জাম হিসেবে ডানাযুক্ত স্যান্ডেল, অদৃশ্য হওয়ার হেলমেট, একটি বাঁকা তলোয়ার এবং একটি আয়নার মতো ঢাল লাভ করেন।  পার্সিউস আয়নার মতো ঢালে মেডুসার প্রতিচ্ছবি দেখে তাকে ঘুমন্ত অবস্থায় শিরশ্ছেদ করেন। শেষে পলিডেক্টিস পার্সিউস-এর মাকে বিয়ে করার সিদ্ধান্ত থেকে সরে আসেন।

পার্সিউস সম্পর্কে  একটি ভবিষ্যদ্বাণী ছিল যে, তিনি তার মাতামহ আর্গোসের রাজা অ্যাক্রিসিয়াসকে হত্যা করবেন। এই ভয়ে অ্যাক্রিসিয়াস ড্যানি এবং শিশু পার্সিউসকে একটি কাঠের বাক্সে বন্দী করে সমুদ্রে ভাসিয়ে দেন। 

যদিও পার্সিউস তার মাতামহের কোনো ক্ষতি করার ইচ্ছা পোষণ করতেন না। লারিসা শহরে একটি ক্রীড়া প্রতিযোগিতায় ডিসকাস নিক্ষেপের সময় দুর্ঘটনাবশত তার নিক্ষিপ্ত ডিসকাস দর্শকের আসনে বসা তার মাতামহ অ্যাক্রিসিয়াসের মাথায় আঘাত হানে এবং তার মৃত্যু হয়।

এভাবেই ভবিষ্যদ্বাণীটি পূরণ হয়। পার্সিউস পরবর্তীতে মাইকেনাই  শহরের প্রতিষ্ঠাতা হন এবং পার্সিদ রাজবংশের সূচনা করেন।