বিনোদন

ফের বিজ্ঞাপনচিত্রে শাকিব খান

দেশের শীর্ষ নায়ক শাকিব খান চলচ্চিত্রে দাপিয়ে বেড়ানোর পাশাপাশি নিয়মিত কাজ করছেন বিজ্ঞাপনচিত্রে। তারই ধারাবাহিকতায় নতুন একটি বিজ্ঞাপনের শুটিংয়ে অংশ নিলেন।  

বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন জনপ্রিয় নির্মাতা আদনান আল রাজীব। টানা তৃতীয়বারের মতো একসঙ্গে কাজ করলেন শাকিব খান ও রাজীব। দুজনের কাজের বোঝাপড়া ও পেশাদারিত্ব দীর্ঘদিনের, ফলে তাদের জুটি বরাবরই ‘বাণিজ্যিকভাবে সফল’ বলে সুনাম রয়েছে। 

২০১৯ সালে আদনান আল রাজীব শাকিব খানকে নিয়ে পরপর দুটি মোবাইল ফোনের বিজ্ঞাপন নির্মাণ করেছিলেন—যা প্রচারের পর ব্যাপক সাড়া ফেলেছিল। শাকিবকে নিয়ে কাজের অভিজ্ঞতা জানাতে গিয়ে রাজীব বলেছিলেন, “শাকিব খানের সঙ্গে কথা বলে মনে হয়েছে, তিনি ইতিবাচক কিছু করতে চান। তার মধ্যে দারুণ উদ্যম আছে। আমরাও চেষ্টা করি নতুন কিছু করার।”  

এদিকে, শাকিব খান অভিনীত নতুন সিনেমা ‘সোলজার’-এর দৃশ্যধারণও শুরু হয়েছে। সাকিব ফাহাদ পরিচালিত এই সিনেমায় শাকিবের বিপরীতে অভিনয় করছেন তানজিন তিশা। এছাড়া সিনেমাটিতে আরো থাকবেন তারিক আনাম খান, তৌকীর আহমেদ, জান্নাতুল ফেরদৌস ঐশী প্রমুখ।