সারা বাংলা

পিঁড়ির আঘাতে স্বামীর মৃত্যু, স্ত্রী আটক

দিনাজপুরের বিরামপুরে পিঁড়ির আঘাতে হাফিজুল ইসলাম (৫৫) নামে এক ব্যক্তিকে হত্যার অভিযোগে তার স্ত্রী রেহানা বেগমকে (৫০) আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে উপজেলার দিওড় ইউনিয়নের কুঁচিয়া মোড় গ্রামে হত্যাকাণ্ডটি ঘটে। নিহত হাফিজুল ইসলাম একই গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, আজ সকালে নবান্ন উপলক্ষে স্ত্রী রেহেনা বেগম স্বামী হাফিজুল ইসলাম কাছে নতুন শাড়ি চান। এ নিয়ে দুইজনের মধ্যে ঝগড়া  শুরু হয়। এক পর্যায়ে রেহেনা বসার পিঁড়ি দিয়ে স্বামীর মাথায় আঘাত করেন। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন হাফিজুল ইসলাম। এলাকাবাসী তাকে উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মমতাজুল হক বলেন, “পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত নারীকে আটক করেছে। মরদেহ দিনাজপুর মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”