স্বাস্থ্য

চিকিৎসার মান উন্নয়নে এনআইবি ও বিএমইউ’র মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর

ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজি (এনআইবি) ও বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) মধ্যে একটি সমঝোতা চুক্তি (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।

সোমবার (১৭ নভেম্বর) বাংলাদেশ সচিবালয়ে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সভাকক্ষে এনআইবি’র মহাপরিচালক অধ্যাপক ড. সগীর আহমেদ এবং বিএমইউ’র ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মুহাম্মদ শাহিনুল আলম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন। তিনি বলেন, “এই চুক্তির মাধ্যমে উচ্চতর গবেষণা, বায়োটেকনোলজি ভিত্তিক উদ্ভাবন এবং মানসম্মত চিকিৎসা সেবার নতুন দিগন্ত উন্মোচিত হবে। এর সুফল সরাসরি জনগণের স্বাস্থ্যখাতে প্রতিফলিত হবে।”

অনুষ্ঠানে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন, বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ ও বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন। এছাড়া বিএমইউ’র উপ-উপাচার্য অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ (শিক্ষা), অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার (গবেষণা ও উন্নয়ন) এবং মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও যুগ্মসচিবগণ উপস্থিত ছিলেন।