জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয় ছাত্রশক্তি সমর্থিত ‘ঐক্যবদ্ধ জবিয়ান’ প্যানেল ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ রফিক ভবনের নিচতলায় আয়োজিত সংবাদ সম্মেলনে প্যানেলটি ঘোষণা করেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি জাহিদ হাসান।
ঘোষিত প্যানেলে সহ-সভাপতি (ভিপি) পদে নাট্যকলা বিভাগের ২০১৯–২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী কিশোর আনজুম সাম্য, সাধারণ সম্পাদক (জিএস) পদে ম্যানেজমেন্ট বিভাগের একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও শাখা ছাত্রশক্তির সভাপতি মো. ফয়সাল মুরাদ এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে ইতিহাস বিভাগের ২০২০–২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শাহিন মিয়া প্রতিদ্বন্দ্বিতা করবেন।
২০ সদস্যের এই প্যানেলে আরো রয়েছেন, শিক্ষা ও গবেষণা সম্পাদক পদে মেহেরুন্নেসা হিমু, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মো. ইমরান হোসেন, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক তারেক সাদিদ, আইন ও মানবাধিকার সম্পাদক জিহাদ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাহিনুর, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মো. রাতুল হাসান, ক্রীড়া সম্পাদক ফেরদাউস সোহান, পরিবহন সম্পাদক মুশফিক, সমাজসেবা ও শিক্ষার্থী কল্যাণ সম্পাদক ফেরদাউস শেখ এবং পাঠাগার ও সেমিনার সম্পাদক আমিনুল।
এ ছাড়া নির্বাহী সদস্য পদে লড়বেন কামরুল হাসান রিয়াজ, হাসান মাহমুদ সাজ্জাদ, হাসান মাহমুদ সাকিব, অর্ণা, জাবির খান, সজীব মৃধা ও পিয়ারুল।
জকসুর তফসিল অনুযায়ী, ১২ নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়। ১৭ নভেম্বর ছিল মনোনয়নপত্র বিতরণের শেষ দিন, ১৮ নভেম্বর সংগ্রহ করা ফরম দাখিল করা যাবে।
আগামী ১৯–২০ নভেম্বর বাছাই শেষে ২৩ নভেম্বর প্রকাশ করা হবে প্রাথমিক প্রার্থী তালিকা। ২৪–২৬ নভেম্বর আপত্তি গ্রহণ ও নিষ্পত্তির পর ২৭ এবং ৩০ নভেম্বর ডোপ টেস্ট হবে। ৩ ডিসেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। ৪, ৭ ও ৮ ডিসেম্বর মনোনয়ন প্রত্যাহার করা যাবে, ৯ ডিসেম্বর প্রকাশ হবে প্রত্যাহার তালিকা। ৯–১৯ ডিসেম্বর প্রচারণা শেষে ২২ ডিসেম্বর ভোটগ্রহণ ও গণনা অনুষ্ঠিত হবে এবং ২২–২৩ ডিসেম্বরের মধ্যে ফলাফল ঘোষণা করা হবে।