বিনোদন

ফের ঢাকার মঞ্চ মাতাবেন আতিফ আসলাম

পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম আবারো ঢাকায় আসছেন। আগামী ১৩ ডিসেম্বর রাজধানীতে অনুষ্ঠিতব্য একটি বিশেষ কনসার্টে অংশ নেবেন তিনি। 

আয়োজক প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়েছে, কনসার্টটির শিরোনাম ‘আতিফ আসলাম অ্যাট মেইন স্টেজ শো’। এটি হবে একটি ওপেন–এয়ার কনসার্ট, যার ভেন্যু নির্ধারণ করা হয়েছে বসুন্ধরা মাঠ। 

খুব শিগগিরই অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। টিকিট পাওয়া যাবে দুটি ক্যাটাগরিতে—জেনারেল এবং ফ্রন্ট ভিআইপি। 

গত বছরের ২৯ নভেম্বর ‘ম্যাজিকাল নাইট ২.০’ শীর্ষক কনসার্টে ঢাকার শ্রোতাদের মাতিয়েছিলেন আতিফ আসলাম। সেদিন তিনি পরিবেশন করেছিলেন ‘জিতনি দোফা’, ‘তু চাহিয়ে’, ‘ও লামহে’, ‘আদাত’, ‘তেরে বিন’, ‘তু জানে না’সহ তার জনপ্রিয় সব গান। 

২০০৩ সালে ব্যান্ড ‘জল’ নিয়ে পেশাদার সংগীতজীবন শুরু করেন আতিফ আসলাম। মূলত, উর্দু ভাষায় গান গাইলেও হিন্দি, পাঞ্জাবি, বাংলাসহ বিভিন্ন ভাষায় গেয়েছেন তিনি। গান গাওয়ার পাশাপাশি অভিনয়ও করেন আতিফ আসলাম।  

আতিফ আসলামের গাওয়া উল্লেখযোগ্য গানগুলো হলো— ‘ও লামহে ও বাতে’, ‘আদাত’, ‘তেরে বিন’, ‘তু জানে না’, ‘পেহলি দফা’ প্রভৃতি।