খেলাধুলা

বিসিবির নারী বিভাগের প্রধান হলেন রুবাবা দৌলা

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক পদে দায়িত্ব গ্রহণের পর কোনো বিভাগ নির্দিষ্ট করা ছিল না করপোরেট ব্যক্তিত্ব ও নারী ক্রীড়া সংগঠক রুবাবা দৌলার জন্য। গত ৩ নভেম্বর তাকে নিয়োগ দেয় জাতীয় ক্রীড়া পরিষদ। ১৫ দিন পর তাকে বিসিবির নারী বিভাগের প্রধান করা হয়েছে। 

এর আগে বিসিবির নারী বিভাগের দায়িত্ব পালন করছিলেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার ও নির্বাচক আব্দুর রাজ্জাক। রাজ্জাককে এখন এ বিভাগের ভাইস চেয়ারম‌্যান করা হয়েছে।

কঠিন সময়ে নারী বিভাগের দায়িত্ব পেলেন রুবাবা দৌলা। যৌন নিপীড়ন, দল নির্বাচনে পক্ষপাতিত্বের অভিযোগসহ নানা জটিলতা সময় পার করছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। এমন সময়ে রুবাবা দৌলাকে প্রধান করা হলো নারী বিভাগের।

আব্দুর রাজ্জাককে বিসিবির হাই পারফরম‌্যান্স বিভাগের চেয়ারম‌্যান করা হয়েছে। সেই বিভাগের চেয়ারম‌্যানের দায়িত্ব পালন করা খালেদ মাসুদকে পাঠানো হয়েছে বিসিবির গ্রাউন্ডস বিভাগে।

আমিনুল ইসলাম বুলবুল গ্রাউন্ডস বিভাগ নিজের কাছে রেখেছিলেন। নিজের কাঁধের থেকে কিছুটা দায়িত্ব কমিয়েছেন বিসিবির সভাপতি আমিনুল।