শুধু মুশফিকুর রহিম নয়, বাংলাদেশ ক্রিকেটের জন্য বড় উপলক্ষ হতে যাচ্ছে বুধবার। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের বয়স ২৫ বছর। লম্বা এই সময়ে ১৫৫ টেস্ট খেলেছে লাল সবুজের প্রতিনিধিরা। ২০০৫ সালে ক্যারিয়ার শুরুর পর বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে মুশফিকুর রহিম সবচেয়ে বেশি টেস্ট খেলেছেন। তার টেস্ট ম্যাচের সংখ্যা ৯৯।
আগামীকাল আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শততম টেস্টের মাইলফলক ছুঁয়ে ফেলবেন মুশফিকুর। বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে অনন্য অর্জনে নিজেকে জড়িয়ে নিতে যাচ্ছেন “এম আর ফিফটিন।”
বিশেষ এই দিনে, মুশফিকুর রহিমের জন্য বিশেষ আয়োজন রেখেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তাকে সম্মান জানাতে নানা উদ্যোগ নেওয়া হয়েছে ম্যাচের আগে।
সকাল ৯টা ১৬ মিনিটে মাঠে প্রবেশ করবে বাংলাদেশ দল। ৯টা ১৭ মিনিটে তার হাতে বিশেষ টেস্ট ক্যাপ তুলে দেবেন জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার। যিনি ২০০৫ সালে লর্ডসে মুশফিকের হাতে প্রথম টেস্ট ক্যাপ তুলে দিয়েছিলেন।
৯টা ১৯ মিনিটে মুশফিকুরকে ক্যাপের বিশেষ কেসকেট প্রদান করবেন বাংলাদেশের প্রথম টেস্ট ক্রিকেটার আকরাম খান। এরপর ৯টা ২০ মিনিটে তাকে বিশেষ ক্রেস্ট তুলে দেবেন বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান ও বর্তমান বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, সঙ্গে থাকবেন নাজমুল আবেদীন ফাহিম।
৯টা ২১ মিনিটে তার হাতে তুলে দেওয়া হবে তার অভিষেক টেস্টের অধিনায়ক হাবিবুল বাশার এবং বর্তমান শততম টেস্টের অধিনায়ক নাজমুল হোসেন শান্তর অটোগ্রাফ দেওয়া জার্সি। ৯টা ২২ মিনিটে বক্তব্য রাখবেন বাংলাদেশের টেস্ট দলের অধিনায়ক শান্ত। ৯টা ২৩ মিনিটে নিজের অনুভূতি প্রকাশ করবেন মুশফিকুর রহিম। দীর্ঘ টেস্ট ক্যারিয়ারের পথচলা, পরিশ্রম ও দেশের প্রতি দায়িত্বের কথা তুলে ধরবেন।
সবশেষে ৯টা ২৪ মিনিটে তোলা হবে গ্রুপ ছবি। ৯টা ২৫ মিনিটে দুই দল মাঠে প্রবেশের মাধ্যমে সম্পন্ন হবে শততম টেস্টের আনুষ্ঠানিকতা।
দ্বিতীয় টেস্ট ম্যাচটি উপভোগ করার জন্য স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় এবং মাদ্রাসার শিক্ষার্থী এবং শিক্ষকদের জন্য বিনামূল্যে প্রবেশাধিকার ঘোষণা করা হয়েছে বিসিবির পক্ষ থেকে। শহীদ মুশতাক স্ট্যান্ড এ বিনামূল্যে প্রবেশাধিকার উপভোগ করতে পারবেন তারা। এজন্য আইডি কার্ড সঙ্গে রাখতে হবে।