খেলাধুলা

ভারতের বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয়

ভারতের বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয়

২২ বছর পর ফুটবল মাঠে ভারতের বিপক্ষে জয় পেল বাংলাদেশ।

বাংলাদেশ দলে দুই পরিবর্তন শেখ মোরছালিন ও জায়ানের জায়গায় নামানো হয়েছে শাহরিয়ান ইমন ও তাজ উদ্দিনকে। ৭৪ মিনিট পর্যন্ত বাংলাদেশ এগিয়ে ১–০ গোলে।

৬০ মিনিট খেলা শেষ হয়েছে। বাংলাদেশ ১: ০ ভারত ৬০ মিনিট খেলা শেষ হযেছে। ভারত আক্রমণের পর আক্রমণ করলেও এখনো গোল খায়নি বাংলাদেশ।

বিরতির পর খেলা শুরু বিরতির পর খেলা শুরু হয়েছে। ১ গোলে এগিয়ে রয়েছেন হামজারা।

এগিয়ে প্রথমার্ধ শেষ করল বাংলাদেশ ১১ মিনিটে মোরছালিনের করা গোলটি ধরে রেখেই প্রথমার্ধ শেষে ১–০ গোলে এগিয়ে বাংলাদেশ। এক পাল্টা আক্রমণেই গোলটি করেছেন মোরছালিন। ভারতও সমতা ফেরানোর সুযোগ পেয়েছিল। বাংলাদেশের ত্রাতা হয়েছেন হামজা চৌধুরী। পরে হামজার দূর পাল্লার এক শট অল্পের জন্য গোল পোস্টের বাইরে যায়।

মাঠে উত্তেজনা

ম্যাচের বয়স যখন ৩৪ মিনিট, মাঠে হঠাৎই উত্তেজনা। তপু বর্মণের সঙ্গে ভারতের বিক্রমের সংঘর্ষে উত্তেজনা ছড়িয়ে দুই দলের খেলোয়াড়দের মধ্যে হাতাহাতির পর্যায়ে পৌঁছায়। রেফারি তপু ও বিক্রম, দুজনকেই হলুদ কার্ড দেখান।

ভারতের বিপক্ষে প্রথম গোলের পর মোরছালিন

বাংলাদেশকে বাঁচালেন হামজা গোলকিপার মিতুল মারমার ভুলে গোল প্রায় খেয়েই বসেছিল বাংলাদেশ। তবে ত্রাতা হয়েছেন হামজা চৌধুরী। ভারতীয় খেলোয়াড়ের ক্রস হেড করে ক্লিয়ার করেছেন।

চোট পেয়ে উঠে গেলেন তারিক কাজী চোটে পড়ে ২৭ মিনিটেই উঠে যেতে বাধ্য হলেন তারিক কাজী। তাঁর বদলি হিসেবে মাঠে নেমেছেন শাকিল আহাদ তপু। বাংলাদেশ এগিয়ে ১–০ গোলে।

দারুণ এক পাল্টা আক্রমণে গোল পেয়ে এগিয়ে গেল বাংলাদেশ। ম্যাচের ১১ মিনিটে দারুণ এক ফিনিশিংয়ে গোল করেছেন শেখ মোরছালিন। বাঁ পাশ থেকে রাকিবের বাড়ানো পাস ভারতের গোলকিপারের সামনে থেকে টোকা দিয়ে জালে পাঠান মোরছালিন। বাংলাদেশের জার্সিতে এটি তাঁর সপ্তম গোল।

ম্যাচ শুরুর প্রথম ১০ মিনিটে বাংলাদেশের অর্ধেই বেশি ছিল বল। তবে ভারত পরিস্কার কোনো সুযোগ তৈরি করতে পারেনি।

এশিয়ান কাপ বাছাইয়ে জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ-ভারত এর খেলা হচ্ছে। রাত ৮টায় শুরু হয় খেলা। 

বাংলাদেশ একাদশ

মিতুল মারমা, তপু বর্মণ, তারিক কাজী, সাদ উদ্দিন জায়ান আহমেদ, হামজা চৌধুরী, সোহেল রানা, শামিত সোম, রাকিব হোসেন, শেখ মোরসালিন ও ফয়সাল আহেমদ ফাহিম।