সারা বাংলা

গোপালগঞ্জে থানায় ককটেল হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ 

গোপালগঞ্জে কোটালীপাড়া উপজেলা পরিষদ ও থানায় ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা বিএনপির নেতাকর্মীরা।

আজ মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেলে পৌর মার্কেট চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করে নেতাকর্মীরা। মিছিলটি উপজেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ঘাঘর বাজারের চৌরঙ্গীতে এসে শেষ হয়।

পরে সেখানে প্রতিবাদ সভায় উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার, সাংগঠনিক সম্পাদক সলেমান শেখ, পৌর বিএনপির সভাপতি ইউছুফ আলী দাড়িয়া, সাধারণ সম্পাদক ওয়ালিউর রহমান হাওলাদার, বিএনপি নেতা সাইদুর রহমান, উপজেলা যুবদলের আহ্বায়ক রঞ্জন মল্লিক, সদস্য সচিব মান্নান শেখ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুব খান, সদস্য সচিব মাসুদ তালুকদার, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক লালন শেখ, সাধারণ সম্পাদক নিলয় হাওলাদার মোস্তফা প্রমুখ বক্তব্য রাখেন।

গত সোমবার (১৭ নভেম্বর) রাতে কোটালীপাড়া থানায় ও উপজেলা পরিষদ লক্ষ্য করে সন্ত্রাসীরা ককটেল হামলা করে। এ হামলায় তিন পুলিশ সদস্য আহত হয়।