ক্যাম্পাস

জকসু: প্যানেল ঘোষণাতেই আচরণবিধি লঙ্ঘন শিবির-ছাত্রশক্তির

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের প্যানেল ঘোষণার সময় নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের ঘটনা ঘটেছে।

নির্বাচন আচরণবিধি উপধারা ১৪ অনুযায়ী, কোনো প্রার্থী বা তার পক্ষে অন্য কেউ নির্বাচনি প্রচারণায় লাউডস্পীকার বা অন্য কোনো সাউন্ড সিস্টেম ব্যবহার করতে পারবে না। তবে নির্বাচন কমিশনের অনুমতি সাপেক্ষে বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত হ্যান্ডমাইক ব্যবহার করা যায়।

তবে মঙ্গলবার (১৮ নভেম্বর) ছাত্রশিবিরের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা এবং জাতীয় ছাত্রশক্তি জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার নির্বাচনি প্যানেল ঘোষণার সময় দেখা যায়, তারা হ্যান্ডমাইক ব্যবহার করে উচ্চ শব্দে প্রচারণা চালানো হয়েছে, যা স্পটভাবে আচরণবিধি লঙ্ঘন হিসেবে বিবেচিত।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশক্তির সদস্য সচিব শাহিন মিয়া বলেন, “শব্দ সীমার ভেতর রেখে আমরা প্রাথমিকভাবে হ্যান্ডমাইক ব্যবহারের প্রস্তুতি নেই। কিন্তু যান্ত্রিক ত্রুটি ও লোক সমাগমের কারণে মাইক ব্যবহার করা হয়। তবে শব্দ সীমার মধ্যে ছিল। আচরণবিধি লঙ্ঘনের জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।”

শাখা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক আব্দুল আলিম আরিফ বলেন, “আমাদের জানা ছিল না, মাইক ব্যবহার করা যাবে না। ভুল স্বীকার করছি, এটি আমাদের অসচেতনতায় হয়েছে।”

প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসান বলেন, “আমরা বিষয়টি নজরে পেয়েছি। যদি তারা এ ধরনের কাজ করে থাকে, তবে স্পষ্টভাবে আচরণবিধি লঙ্ঘন করেছে, যা কখনোই কাম্য নয়। দিনের শেষভাগে বিষয়টি জেনে আজ কোনো পদক্ষেপ নেওয়া সম্ভব হয়নি। তবে আগামীকাল তাদের শীর্ষ নেতাদের ডেকে জবাবদিহি করানো হবে।”