ভারতের বিপক্ষে ঐতিহাসিক জয়ে বাংলাদেশ ফুটবল দলকে ২ কোটি টাকা পুরস্কার ঘোষণা করেছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
মঙ্গলবার (১৮ নভেম্বর) এশিয়ান কাপ বাছাইয়ে ভারতকে ১-০ গোলে হারায় বাংলাদেশ। এরপরই তিনি এ ঘোষণা দেন।
মঙ্গলবার জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে দলের হয়ে জয়সূচক গোলটি করেন মিডফিল্ডার শেখ মোরছালিন। হামজা চৌধুরী ও সমিত সোমদের দারুণ পারফরম্যান্সের সুবাদে ভারত আর ম্যাচে ফিরতে পারেনি।
ম্যাচ শুরুর প্রথম ১০ মিনিটে আক্রমণে বাংলাদেশের আধিপত্য ছিল স্পষ্ট। পরের মিনিটেই আসে সেই কাঙ্ক্ষিত সাফল্য। বাঁ পাশ থেকে রাকিবের বাড়ানো পাস দারুণ দক্ষতায় টোকা দিয়ে জালে পাঠান মোরছালিন। বাংলাদেশের জার্সিতে এটি তার সপ্তম গোল।