বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (ব্রাকসু) নির্বাচনের তফসিল ঘোষণার পরপরই তা প্রত্যাখান করেছেন শিক্ষার্থীরা।
মঙ্গলবার (১৮ নভেম্বর) রাত ৯টার দিকে এক সংবাদ সম্মেলনে নির্বাচনের এই তফসিল ঘোষণা করে ব্রাকসুর নির্বাচন কমিশনার হয়। ছুটির মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করায় শিক্ষার্থীরা তীব্র প্রতিক্রিয়া জানিয়ে তা প্রত্যাখান করেছেন।
মঙ্গলবার রাতে শিক্ষার্থীরা বলেন, বন্ধের মধ্যে নির্বাচন দেওয়া শিক্ষার্থীদের সঙ্গে একটি প্রতারণার শামিল। এ নির্বাচনের তারিখ পূনর্বিবেচনার জন্য জোর দাবি জানাচ্ছি।
তীব্র প্রতিক্রিয়া জানিয়ে অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষার্থী আলবীর বলেন, “আমরা এটা প্রত্যাখান করি। কারণ এতে নিবাচন অংশগ্রহণমূলক ও উৎসবমুখর হবে না। এছাড়াও আরো সমস্যা আছে। এ সময়গুলোতে জাতীয় নির্বাচনের উৎসব চলে আসবে। তখন আমাদের ব্রাকসু হবে কিনা- এটা নিয়ে সংশয় পড়ে যাব।”
বাংলা বিভাগের শিক্ষার্থী শামসুর রহমান সুমন বলেন, “আজ একটি তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের সঙ্গে এক ধরনের হঠকারিতা করলো। এটাকে নির্বাচন বিলম্বিত করা এবং ব্রাকসুকে দীর্ঘায়িত করার একটি প্রচেষ্টা বলে আমরা মনে করি।”
তিনি বলেন, “বন্ধের মধ্যে নির্বাচন দেওয়া শিক্ষার্থীদের সঙ্গে একটি প্রতারণার শামিল। এই তফসিলকে প্রত্যাখ্যান করে আমরা বলতে চাই, তফসিল পুনঃবিবেচনা করে ডিসেম্বরের প্রথম সপ্তাহের মধ্যেই নির্বাচন দিতে হবে।”
ইলেক্টিকেল ইলেকট্রনিক্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী আশিকুর রহমান বলেন, “তারা নামমাত্র একটা তারিখ প্রকাশ করেছে, যাতে নির্বাচন করা সম্ভব না হয়। তাই আমরা বলব শীতকালীন ছুটির আগে তারা কোনো তারিখ পুনরায় বিবেচনা করুক। যদি তারা না করে আমরা শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করব।”
এ বিষয়ে নির্বাচন কমিশনার সহযোগী অধ্যাপক মাসুদ রানা বলেন, “ব্রাকসু নির্বাচনের সময়ে বন্ধ থাকবে না। শীতকালীন ছুটিটা জানুয়ারিতে হবে। একাডেমিক কাউন্সিলে এ বিষয়ে আলোচনা হবে। নির্বাচনের তারিখ পরিবর্তন করা যেন না লাগে, এজন্য সময়টা ওইভাবেই দেওয়া।”