পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৩ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগার এই তাপমাত্রা রেকর্ড করে।
দিনাজপুর জেলা আবহাওয়া অফিসের ইনচার্জ তোফাজ্জল হোসেন বলেন, ‘‘উত্তরের হিমেল বায়ু আজ থেকে আবারো কিছুটা সক্রিয় হচ্ছে। ফলে দিনাজপুরসহ আশপাশের জেলায় দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে।’’
দেশের কয়েকটি জেলার আজকের সর্বনিম্ন তাপমাত্রা- দিনাজপুর ১৫.৬, রংপুর ১৭.৭, সৈয়দপুর ১৭.২, রাজারহাট (কুড়িগ্রাম) ১৬.০, ডিমলা (নীলফামারী) ১৬.০, বদলগাছি (নওগাঁ) ১৬.৬, রাজশাহী ১৫.২, বগুড়া ১৭.৬, চুয়াডাঙ্গা ১৫.৩, কুষ্টিয়া ১৬.৫ ও শ্রীমঙ্গল (মৌলভীবাজার) ১৬.২ ডিগ্রি সেলসিয়াস।