সারা বাংলা

রাঙামাটিতে হরতালের কারণে শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত

হরতালের কারণে চাকরিপ্রত্যাশী পরীক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের অধীনে অনুষ্ঠিতব্য আগামীকালের নিয়োগ পরীক্ষা স্থগিত করেছে জেলা পরিষদ। 

এ নিয়ে একই নিয়োগ পরীক্ষা চারবার স্থগিত হয়েছে। এর আগে ২০২২ সালের ১৯ সেপ্টেম্বর, ২০২৪ সালের ২১ মে, ২০২৫ সালের ১১ নভেম্বর এবং সবশেষ পরীক্ষার একদিন আগে নিয়োগ পরীক্ষাটি স্থগিত হয়েছে।

এর আগে গতকাল বুধবার (১৯ নভেম্বর) দুপুরে কোটাবিরোধী ঐক্যজোটের ডাকে বৃহস্পতিবার সকাল থেকে রাঙামাটি জেলায় ৩৬ ঘণ্টার হরতালের ডাক দেয়। 

বৃহস্পতিবার সকাল থেকে হরতালের সমর্থনে কোটাবিরোধী ঐক্যজোটের নেতাকর্মীরা শহরের বিভিন্ন স্থানে পিকেটিং করে। বেলা একটায় পরিস্থিতি পর্যবেক্ষণ শেষে জেলা পরিষদের চেয়ারম্যান নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে পরীক্ষা স্থগিতের ঘোষণা দেয়।

জেলা পরিষদ চেয়ারম্যান কাজল তালুকদার বলেন, “কাল শুক্রবার জেলা পরিষদের নিয়োগ পরীক্ষা হওয়ার কথা থাকলেও হরতাল ডাকার কারণে পরীক্ষার্থীদের কেন্দ্রে আসা-যাওয়াসহ সার্বিক নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে আগামীকালকের পরীক্ষা স্থগিত করা হয়েছে।”

কোটাবিরোধী ঐক্যজোটের নেতৃবৃন্দ জানান, সরকারি নিয়োগে ৯৩ শতাংশ মেধা ও ৭ শতাংশ কোটার ভিত্তিতে নিয়োগ দেওয়া হলেও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ এই আইন মানছে না। জেলা পরিষদ ৭০ শতাংশ পাহাড়ি ও ৩০ শতাংশ বাঙালি এই কোটা মেনে নিয়োগ কার্যক্রম সম্পন্ন করতে চাচ্ছে। এটি একটি চরম বৈষম্য। এই বৈষম্যের প্রতিবাদে সংগঠনটি হরতাল কর্মসূচি পালন করছে। পরীক্ষা স্থগিতের পর আলোচনার ভিত্তিতে হরতালের বিষয়ে পরবর্তী সিদ্ধান্তের কথা জানালেন নেতৃবৃন্দ।