ঢালিউডের ‘টক অব দ্য টাউন’ বলতে যদি কারো নাম আসে, তবে তালিকার একদম ওপরে থাকবেন চিত্রনায়ক জায়েদ খান। দেড় বছরের বেশি সময় ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করেও আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন। কারণ কোনো না কোনো গুঞ্জন, বিতর্ক তাকে ঘিরে রেখেছে। অন্যদিকে রয়েছেন, আলোচিত চিত্রনায়িকা মাহিয়া মাহি। এই দুই তারকাকে একসঙ্গে দেখলে সোশ্যাল মিডিয়ায় তোলপাড় শুরু হয়!
সম্প্রতি ঠিক এমনই এক মুহূর্ত ধরা পড়েছে নিউ ইয়র্কের সেন্ট্রাল পার্কে। স্থানীয় সময় বিকেলে পার্কে হাঁটতে হাঁটতে আড্ডায় মেতে উঠেছেন জায়েদ খান ও মাহি। দুজনকে পাশাপাশি দেখে আশপাশের বাংলাদেশি দর্শনার্থীদের মধ্যে শুরু হয় গুঞ্জন—“তাহলে কি আবার…?” কয়েক মাস আগে যুক্তরাষ্ট্র সফরে যাওয়ার পর মাহিকে ঘিরে তৈরি হওয়া আলোচনার ধুলো যেন ফের উড়ছে।
তবে এবার আর কোনো রহস্য নেই। যোগাযোগ করা হলে জায়েদ খান হাসিমুখে বলেন, “ঠিকানা টিভির ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’-এর নতুন পর্বে অতিথি হিসেবে এসেছে মাহি। এই পর্বেই তার ক্যারিয়ার, জীবন ও সাম্প্রতিক সব প্রসঙ্গ নিয়ে খোলামেলা কথা বলেছে।”
সেন্ট্রাল পার্কের বেঞ্চে বসে দুজনের গল্প আর আড্ডার ফাঁকে পুরো পর্বটি ধারণ করা হয়। শুক্রবার (২১ নভেম্বর) রাত ৮টায় ঠিকানা টিভির ইউটিউব চ্যানেল ও ফেসবুকে প্রচার হবে এই পর্ব।