নরসিংদী জজ কোর্ট ভবনের ভেতরে সিয়াম (২৫) নামে এক ছাত্রদল নেতাকে কুপিয়ে আহত করেছে সন্ত্রাসীরা। বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে আদালত ভবনের সি.ডি রুমের সামনে তার ওপর হামলা হয়। তাকে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত সিয়াম পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ত্রাসীরা সিয়ামের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। তারা তাকে কুপিয়ে আহত করে দৌঁড়ে পালিয়ে যায়। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আদালত ভবনের ভেতরেই ছিলেন। পরে গুরুতর আহত সিয়ামকে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। দিনের আলোয় আদালতের ভেতরে এ ধরনের ঘটনায় আইনজীবী, বিচারপ্রার্থী ও সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে।
হামলার পর পুলিশ আদালত ভবনের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে এবং হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু করেছে। পাশাপাশি আদালত ভবনের নিরাপত্তা জোরদার করা হয়েছে।
নরসিংদী কোর্ট পুলিশের পরিদর্শক সাইরুল ইসলাম বলেন, “আদালত ভবনের ভেতরে হামলা অত্যন্ত উদ্বেগজনক। আমরা প্রাথমিক তথ্য সংগ্রহ করেছি। হামলাকারীদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হচ্ছে। আদালত এলাকার নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে।”
নরসিংদী জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ বলেন, “আমরা খোঁজখবর নিচ্ছি। পরবর্তীতে বিস্তারিত বলতে পারব।”
নরসিংদী পুলিশ সুপার মেনহাজুল আলম বলেন, “এই ঘটনায় যারা জড়িত, তাদের চিহ্নিত করে দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় আনা হবে। বর্তমানে কোর্টের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।”