মুন্সীগঞ্জ সদর উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক আবু ইলিয়াস শান্ত সরকারকে হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন পরিবার ও এলাকাবাসী। বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকাল ১০টার দিকে মুন্সীগঞ্জ প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচি পালিত হয়।
নিহত শান্ত সরকারের চাচা সোহরাব সরকার এই কর্মসূচির নেতৃত্বে ছিলেন। এতে নিহতের মা মাকসুদা বেগম, স্ত্রী শান্তা বেগম, ভাই মামুন অংশ নেন। আরো উপস্থিত ছিলেন- মুন্সীগঞ্জ পৌর বিএনপির যুগ্ম-আহ্বায়ক ও সাবেক ভিপি শাহিন মিয়া, পৌর যুবদলের আহ্বায়ক এনামুল হক, যুগ্ম-আহ্বায়ক ফয়সাল খান রনিসহ সদর ও চরকেওয়ার এলাকার প্রায় ৪০০ থেকে ৫০০ মানুষ।
বক্তারা বলেন, আবু ইলিয়াস শান্ত সরকারকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়। এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত কিবরিয়া মিজি, শাহাদাত প্রধানসহ সব আসামিকে দ্রুত শনাক্ত ও গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।