চট্টগ্রামের রাউজান উপজেলায় পুলিশ, র্যাব, এপিবিএন এবং নৌ পুলিশের যৌথ অভিযানে ১১টি এলজিসহ বিপুল সংখ্যক আগ্নয়ান্ত্র উদ্ধার করা হয়েছে। পাঁচজন দুর্ধর্ষ সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (১৯ নভেম্বর) গভীর রাত থেকে আজ বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুর পর্যন্ত রাউজান থানার বিভিন্ন এলাকায় যৌথ অভিযান চালানো হয়। চট্টগ্রাম জেলা পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু এ সংক্রান্ত তথ্য জানিয়েছেন।
পুলিশ সুপার জানান, জেলা পুলিশের সাতটি টিম, র্যাব-৭ এর দুটি টিম, নৌপুলিশ এবং ৯ এপিবিএনের সদস্যরা রাউজান উপজেলার নোয়াপাড়া, বাগোয়ান, পূর্ব ও পশ্চিম গুজরা, সুলতানপুর, কদলপুর, রাউজান ইউপি এবং রাউজান পৌরসভায় যৌথভাবে অভিযান পরিচালনা করে। রাউজান ঘিরে বিভিন্ন এলাকায় ১৭টি চেকপোস্ট বসানো হয়।
তিনি আরো জানান, যৌথ অভিযানে ১১টি এলজি, ছয় রাউন্ড কার্তুজ, ১৪টি ছোরা, তিনটি রামদা, দুটি চাপাতি, দুটি তলোয়ার ইত্যাদি উদ্ধার করা হয়। অভিযানে পাঁচজন দুর্ধর্ষ সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে।
জেলা পুলিশের তথ্য অনুযায়ী, নভেম্বর মাসে রাউজান উপজেলায় অস্ত্র আইনে ১০টি মামলা হয়েছে। আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। ২৪টি আগ্নেয়াস্ত্র, ৮৫ রাউন্ড গুলি এবং ৩২টি কার্তুজ উদ্ধার করা হয়েছে।
জানুয়ারি থেকে এখন পর্যন্ত চট্টগ্রামে ৫৭৭টি আগ্নেয়াস্ত্র এবং ৪৬২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। ১৪০ জন গ্রেপ্তার হয়েছে।
জেলা পুলিশ জানিয়েছে, অবৈধ অস্ত্রবিরোধী অভিযান অব্যাহত আছে।