সারা বাংলা

ফরিদপুরে শিশুর ঝুলন্ত লাশ উদ্ধার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় প্লে শ্রেণিতে পড়ুয়া জায়ানের (৬) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। পরিবার দাবি করেছে, শিশুটিকে হত্যা করে গাছের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়েছে।

সরেজমিন তথ্য অনুযায়ী জানা যায়, আলফাডাঙ্গার বুড়াইচ ইউনিয়নের পাকুড়িয়া গ্রামের গ্রিস প্রবাসী পলাশ মোল্যার ছেলে জায়ান স্কুল শেষে প্রতিবেশী চান খাঁর বাগানে তেঁতুল খুঁজতে যায়। সেখানে গিয়ে নিখোঁজ হয়ে যায়। পরে গ্রামের খৈয় বাবলা গাছে তার ঝুলন্ত লাশ দেখতে পায় স্থানীয়রা।

পরিবারসহ এলাকাবাসীর ধারণা, জায়ানকে প্রথমে নির্জন স্থানে নিয়ে যাওয়া হয়, এরপর হত্যা করে তার কাপড় খুলে মুখ ও গলা বেঁধে গাছের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়, যাতে বিষয়টি আত্মহত্যা বলে চালানো যায়।

নিহত জায়ানের মা সিনথিয়া বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার ছেলে স্কুল শেষে তেঁতুল খুটতে গিয়ে আর বাড়ি ফেরেনি। খোঁজাখুঁজির একপর্যায়ে চান খাঁর বাগানে আমার ছেলের ঝুলন্ত লাশ পাই। যারা আমার ছেলেকে মেরেছে, তাদের ফাঁসি চাই।”

আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ জালাল আলম বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’’