কিশোরগঞ্জ-৪ (ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম) আসনে বিএনপির অ্যাডভোকেট ফজলুর রহমানের মনোনয়ন বাতিল এবং তাকে দল থেকে বহিষ্কারের দাবিতে মানববন্ধন হয়েছে।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুর ১টার দিকে কিশোরগঞ্জ শহরের ডায়াবেটিক হাসপাতালের সামনে ‘ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম বিএনপির তৃণমূল নেতাকর্মী ও সমর্থকদের’ ব্যানারে এই কর্মসূচির আয়োজন করা হয়। এতে দলটির অনেক নেতাকর্মী অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য দেন কিশোরগঞ্জ-৪ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী আব্দুর রহিম মোল্লা। তিনি সরকারের সাবেক যুগ্ম সচিব ছিলেন। তিনি ফজলুর রহমানের সমালোচনা করে বলেন, “উনার অন্তরে শহীদ জিয়ার আদর্শ স্থান পায়নি। কারণ, বেগম খালেদা জিয়াকে যেদিন এক কাপড়ে ক্যান্টনমেন্টের বাসা থেকে বের করে দেওয়া হয়েছিল এবং যেদিন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ‘বীর উত্তম’ খেতাব কেড়ে নেওয়ার প্রক্রিয়া চলছিল, সেদিন ফজলুর রহমান এর প্রতিবাদে টু শব্দটি করেননি। তবে, ট্রাইব্যুনালের রায়ে শেখ হাসিনার ফাঁসির দণ্ড ঘোষণা হওয়া মাত্র, ফজলুর রহমান বলেছেন, এই ট্রাইব্যুানালের রায় বিচারের নামে প্রহসন। এ কথা বলার মাধ্যমে তিনি শেখ হাসিনার বিচারকে প্রশ্নবিদ্ধ করেছেন।”
তিনি অভিযোগ করে বলেন, “অ্যাডভোকেট ফজলুর রহমান নিয়মিতভাবে আমাকে ও আমার কর্মী-সমর্থকদের হুমকি এবং ভয়ভীতি প্রদর্শন করছেন। ফজলুর রহমানকে দলীয় মনোনয়ন দেওয়া হলে শহীদ জিয়াউর রহমানের আদর্শ ও দলের সুনাম ক্ষুণ্ন হবে। পতিত শেখ হাসিনার আদর্শ ও স্বৈরাতন্ত্র পুনর্বাসিত হবে। তই দ্রুত তার মনোনয়ন বাতিল করে দল থেকে বহিষ্কারের দাবি জানাচ্ছি।”
কর্মসূচিতে বক্তব্য রাখেন- ইটনা উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. গোলাম রহমান, ইটনা উপজেলা কৃষক দলের সাবেক আহ্বায়ক এরশাদ উদ্দিন মল্লিক, ইটনা উপজেলা সাবেক সভাপতি ইউসুফ আলী, ইটনা উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক নূরু মিয়া, ইটনা উপজেলা যুবদলের আবেদ খান, মিঠামইন উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক মাহফুজ সোবহানী, ইটনা উপজেলা সাংস্কৃতিক দলের সভাপতি তামিম আহমেদ সোহাগ ও অষ্টগ্রাম উপজেলা ছাত্রদলের সভাপতি শরীফ রেজা চৌধুরী।