সরকারি তিতুমীর কলেজে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা তাসরিফকে মারধর করে পুলিশে সোপর্দ করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুর ২টার দিকে কলেজ প্রাঙ্গণে এ মারধরের ঘটনা ঘটে।
আটক তাসরিফ তিতুমীর কলেজের ইসলামী স্টাডিজ বিভাগের (২০১৯–২০) শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি নিষিদ্ধ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। ইনকোর্স পরীক্ষা দিতে কলেজে প্রবেশ করলে শাখা ছাত্রদলের নেতাকর্মীরা তাকে পিটিয়ে পুলিশে দেন।
ছাত্রদলের নেতাকর্মীরা জানান, তাসরিফ নিষিদ্ধ ছাত্রলীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন এবং তার আচরণ ছিল অত্যন্ত উশৃঙ্খল। বিভিন্ন সময় শিক্ষার্থী ও ছাত্রনেতাদের ওপর হামলার সঙ্গে জড়িত ছিলেন তিনি। এ কারণে তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।