খুলনার আদালত চত্বর থেকে ককটেল সদৃশ বস্তু েউদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেল ৪টার দিকে বস্তুটি পাওয়া যায়।
খুলনা সদর থানার এসআই পার্ডন কুমার সিংহ জানান, বিকেল ৪টার কিছু পরে আদালত পাড়া থেকে থানায় ককটেল উদ্ধারের খবর দেওয়া হয়। পরে ঘটনাস্থলে যান তিনি। ঘটনাস্থলের চারপাশ লাল রঙের দড়ি দিয়ে ঘিরে রাখা হয়। র্যাব-৬-এর বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়। তারা আসার পর ককটেলটি থানায় নেওয়া হয়েছে।
তিনি বলেন, “আদালতে আসা মানুষ লাল টেপ দিয়ে মোড়া ককটেল সদৃশ কোটা পড়ে থাকতে দেখে আতঙ্কিত হয়ে পড়েন। ঘটনা জানাজানি হলে আদালত চত্বরে আতঙ্ক বিরাজ করে।”