অর্থনীতি

আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ছে

অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা এক মাস বাড়ানো হচ্ছে। এ বিষয়ে আগামী সপ্তাহে প্রজ্ঞাপন জারি করতে পারে জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর)।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) এনবিআরের একজন কর্মকর্তা গণমাধ্যমকে এই তথ্য জানান।

নিয়ম অনুযায়ী, অনলাইনে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ সময় ৩০ নভেম্বর। কিন্তু আরো এক মাস বাড়িয়ে রিটার্ন জমা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত করার কথা চলছে।

ব্যবসায়ী ও করদাতাদের আবেদনের পরিপ্রেক্ষিতে আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হচ্ছে জানিয়ে এনবিআরের একজন কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, “আয়কর আইন, ২০২৩ অনুসারে ২০২৫-২৬ করবর্ষে কোম্পানি ছাড়া সব শ্রেণির করদাতার জন্য রিটার্ন দাখিল বাধ্যতামূলক। বিভিন্ন পেশাজীবী ও করদাতার সময় বৃদ্ধির আবেদন বিবেচনায় নিয়ে রিটার্ন জমা দেওয়ার সময়সীমা এক মাস বাড়ানো হচ্ছে।” 

তিনি বলেন, “চলতি কর বছরে এরই মধ্যে ১০ লাখের বেশি করদাতা অনলাইনে রিটার্ন জমা দিয়েছেন।”