গোপালগঞ্জের মুকসুদপুরে সংবাদ সম্মেলন করে দলীয় পদ-পদবি থেকে পদ্যত্যাগ করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আরো তিন নেতা।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে উপজেলার গোহালা ইউনিয়নের নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করেন ইউনিয়ন আওয়ামী লীগের ৪ নম্বর ওয়ার্ড সহ-সভাপতি মো. আনোয়ার মিয়া। এসময় একই ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি ইদ্রিস সেখ ও মো. হাবিবুর রহমান ফকির উপস্থিত ছিলেন।
আরো পড়ুন: মুকসুদপুর আ. লীগের আরো ৪ নেতার পদত্যাগ
লিখিত বক্তব্যে আনোয়ার মিয়া বলেন, “আমি গোহালা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি হিসাবে দায়িত্বে আছি। আমি ব্যক্তিগত কারণে সহ-সভাপতির পদ থেকে অব্যাহতি নিলাম। আজ থেকে আওয়ামী লীগের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, ভবিষ্যাতেও থাকবে না। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আমি সর্বদা নিয়োজিত থাকব।”
রাজনীতি বা ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে থেকে দেশ ও জাতির কল্যাণে কাজ করার কথা জানান তিনি।
সংবাদ সম্মেলনে ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের আরো দুই সহ-সভাপতি ইদ্রিস সেখ ও মো. হাবিবুর রহমান ফকির একই লিখিত বক্তব্য পাঠ করে দল থেকে পদত্যাগের ঘোষণা দেন।
গত বুধবার (১৯ নভেম্বর) দুপুরে মুকসুদপুর রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে সংবাদ সম্মেলন করে পদত্যাগ করেন উপজেলার দিগনগর ইউনিয়ন আওয়ামী লীগের চার নেতা।
তারা হলেন- ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি শুখহরন বিশ্বাস, একই ইউনিয়ন আওয়ামী লীগের বন ও বৃক্ষ সম্পাদক ও ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি বাবু সরকার, ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের দপ্তর সম্পাদক গোলাম শিকদার এবং একই ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য জেলহক শিকদার।