সারা বাংলা

চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে গিয়ে লাঞ্ছিত এসআই

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে গ্রামবাসীর বিরুদ্ধে মাদকবিরোধী অভিযানে যাওয়া এক পুলিশ সদস্যকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী ওই পুলিশ সদস্যের নাম আতাউর রহমান। তিনি নাচোল থানায় এসআই পদে কর্মরত।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) সন্ধ্যার দিকে উপজেলার হাকরইল-পূর্বপাড়ায় তাকে আটকে রেখে গ্রামবাসী লাঞ্ছিত করে বলে জানা গেছে।

তবে এ ঘটনা অস্বীকার করেছেন চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে এসআই আতাউর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল নাচোলের হাকরইল-পূর্বপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযান চালায়। অভিযানে একটি বাড়ি থেকে আনুমানিক ৫০ লিটার চোলাইমদ উদ্ধার করা হয়।

এ সময় পঞ্চাশোর্ধ্ব বয়সী মজিবুর রহমানকে পথে দেখতে পেয়ে এসআই আতাউর রহমান তার কাছে এলাকায় চোলাইমদ কারবার করে এমন তথ্য জানতে চান। তিনি এসব বিষয়ে জানেন না বলে জানালেও এসআই তাকে পিকআপে তোলার চেষ্টা করেন বলে অভিযোগ পাওয়া গেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক প্রত্যক্ষদর্শীরা অভিযোগ করে বলেন, মজিবুরকে পিকআপে তুলতে গেলে স্থানীয় গ্রামবাসী ঐক্যবদ্ধ হয়ে এর তীব্র প্রতিবাদ জানান। এ সময় এসআই আতাউর রহমান গ্রামবাসীদের প্রতি ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেন। এতে গ্রামবাসী তার ওপর চড়াও হয় এবং তাকে আটকে রেখে শারীরিকভাবে লাঞ্ছিত করে। ওই সময় তার সঙ্গে থাকা অন্য পুলিশ সদস্যরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

এ খবর পেয়ে কিছু সময় পর অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে এসে অবরুদ্ধ এসআই আতাউর রহমানকে উদ্ধার করে নিয়ে যায়।

এদিকে, চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ঘটনাটি সম্পূর্ণ অস্বীকার করেন।

তিনি বলেন, “নাচোল থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করতে যায়। অভিযানে একজনকে গ্রেপ্তারের পর স্থানীয়রা ওই ব্যক্তিকে নির্দোষ দাবি করে। পরে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।”

“কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি, পুলিশও ঘটনাস্থল থেকে ব্যাক চলে আসে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে,” বলেন অতিরিক্ত পুলিশ সুপার।