খেলাধুলা

৩৬৭ রানের লিড নিয়ে তৃতীয় দিন শেষ করল বাংলাদেশ

:: সংক্ষিপ্ত স্কোর || তৃতীয় দিন শেষে :: বাংলাদেশ ১ম ইনিংস: ৪৭৬/১০ (১৪১.১ ওভারে) আয়ারল্যান্ড ১ম ইনিংস: ২৬৫/১০ (৮৮.৩ ওভারে) বাংলাদেশ ২য় ইনিংস: ১৫৬/১ (৩৭ ওভারে) লিড: ৩৬৭ রান।

৩৬৭ রানের লিড নিয়ে তৃতীয় দিন শেষ করল বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৩৭ ওভারে ১ উইকেট হারিয়ে ১৫৬ রান তুলে তৃতীয় দিন শেষ করেছে বাংলাদেশ। প্রথম ইনিংসে ২১১ রানের লিড পাওয়ায় বাংলাদেশের মোট সংগ্রহ বেড়ে হয়েছে ৩৬৭ রান। উদ্বোধনী ব্যাটার জয় ৬০ করে আউট হলেও সাদমান ইসলাম অপরাজিত আছেন ৬৯ রানে। তার সঙ্গে ১৯ রানে অপরাজিত আছেন মুমিনুল হক। তারা দুজন আগামীকাল শনিবার সকালে চতুর্থ দিনে ব্যাট করতে নামবেন।

ফিফটি করে ফিরলেন জয় উদ্বোধনী জুটিতে সাদমান ইসলামের সাথে ১১৯ রানের জুটি গড়ে সাজঘরে ফিরেছেন জয়। ৯১ বল খেলে ৬টি চারে ৬০ রানের ইনিংস খেলে গ্যাভিন হোয়ের বলে এলবিডব্লিউ হন তিনি। ৬০ রানে অপরাজিত থাকা সাদমানের সঙ্গে যোগ দিয়েছেন মুমিনুল হক।

জয়-সাদমানের জোড়া ফিফটিতে ১০০ রান পেরিয়ে বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দারুণ সূচনা পেয়েছে বাংলাদেশ। দুই উদ্বোধনী ব্যাটার মাহমুদুল হাসান জয় ও সাদমান ইসলাম ফিফটি তুলে নিয়েছেন। তাদের ফিফটিতে ভর করে বিনা উইকেটে শতরান পেরিয়ে গেছে বাংলাদেশ। সাদমান ৫ চারে ৫৬ ও জয় ৬ চারে ৫৪ রানে ব্যাট করছেন।

৭ ওভারে ৪১ রান তুলে চা বিরতিতে বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৭ ওভারে ৪১ রান তুলে মধ্যাহ্ন বিরতিতে গিয়েছে বাংলাদেশ। দুই উদ্বোধনী ব্যাটসম্যান মাহমুদুল হাসান জয় ২৩ ও সাদমান ইসলাম ১৮ রানে অপরাজিত আছেন। প্রথম ইনিংসে ২১১ রানের লিড পাওয়া বাংলাদেশের লিড বেড়ে হয়েছে ২৫২।

২৬৫ তে অলআউট আয়ারল্যান্ড, ২১১ রানের লিড পেল বাংলাদেশ বাংলাদেশের করা ৪৭৬ রানের জবাবে ৮৮.৩ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২৬৫ রান করেছে আয়ারল্যান্ড। তাতে বাংলাদেশ লিড পেয়েছে ২১১ রানের।  আয়ারল্যান্ডের লরকান টাকার ৭ চারে ৭৫ রানে অপরাজিত থাকেন। এছাড়া জর্ডান নীল ৪৯, স্টিফেন দোহেনি ৪৬, পল স্টার্লিং ২৭ ও অ্যান্ডি বালবির্নি করেন ২১ রান। বল হাতে বাংলাদেশের তাইজুল ৭৬ রানে ৪টি উইকেট নেন। খালেদ আহমেদ ও হাসান মুরাদ ২টি করে উইকেট নেন।

আয়ারল্যান্ডের নবম উইকেটের পতন ২৫৬ রানের মাথায় নবম উইকেট হারাল আয়ারল্যান্ড। খালেদ আহমেদের বলে উইকেটের পেছনে লিটন দাসের হাতে ক্যাচ দিয়ে আউট হন গ্যাভিন হোয়ে। ১০ বল খেলে ৪ রান করেন তিনি। ৭০ রানে অপরাজিত থাকা লরকান টাকারের সঙ্গে শেষ ব্যাটার হিসেবে যোগ দিয়েছেন ম্যাথু হামফ্রিজ।

এবাদত ভাঙলেন টাকার-নীলের ৭৪ রানের জুটি ১৭৫ রানের মাথায় ম্যাকব্রাইন আউট হওয়ার পর মাঠে নামেন জর্ডান নীল। লরকান টাকারের সঙ্গে অষ্টম উইকেটে দলীয় সংগ্রহে যোগ করেন মূল্যবান ৭৫ রান। এরপর ২৪৯ রানের মাথায় এবাদত হোসেনের বলে মুমিনুল হকের হাতে ক্যাচ দিয়ে আউট হন নীল। ৮৩ বলে ৯ চারে ৪৯ রানের ইনিংস খেলে যান তিনি। ৬৮ রানে অপরাজিত থাকা টাকারের সঙ্গে যোগ দিয়েছেন গ্যাভিন হোয়ে।

৭ উইকেটে ২১১ রান তুলে মধ্যাহ্ন বিরতিতে আয়ারল্যান্ড ৫ উইকেটে ৯৮ রান দিয়ে তৃতীয় দিন শুরু করা আয়ারল্যান্ড প্রথম সেশন শেষ করেছে আরও ২ উইকেট হারিয়ে। ১৭৫ রানের মাথায় স্টিফেন দোহেনি আউট হন ৪৬ রান করে তাইজুলের বলে। যাওয়ার আগে ষষ্ঠ উইকেটে মূল্যবান ৭৭ রানের জুটি গড়ে যান লরকান টাকারের সাথে। যিনি ৫৬ রানে অপরাজিত থেকে মধ্যাহ্ন বিরতিতে গিয়েছেন। এরপর অ্যান্ডি ম্যাকব্রাইনকেও বোল্ড করেন তাইজুল একই ওভারে। তিনি ২ বল খেলে ডাক মেরে ফিরেন। তবে সেখান থেকে টাকার ও জর্ডান নীল দলীয় সংগ্রহকে ২১১ পর্যন্ত নিয়ে বিরতিতে যান। নীল ৫ চারে ২৪ রানে অপরাজিত আছেন।

টাকার-দোহেনির প্রতিরোধে দেড়শ পেরিয়ে আয়ারল্যান্ড ৯৪ রানেই ৫ উইকেট হারানো আয়ারল্যান্ডের হাল ধরেছেন লরকান টাকার ও স্টিফেন দোহেনি। ষষ্ঠ উইকেট জুটিতে ইতোমধ্যে তারা দুজন পঞ্চাশোর্ধ্ব রানের জুটি গড়েছেন। তাদের জুটিতে ভর করে আয়ারল্যান্ডের দলীয় সংগ্রহ দেড়শ পেরিয়ে গেছে। দোহেনি ৩৪ ও টাকার ৩১ রানে ব্যাট করছেন।

তৃতীয় দিনের খেলা শুরু ৫ উইকেট হারিয়ে ৯৮ রান তুলে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছিল আয়ারল্যান্ড। আজ শুক্রবার (২১ নভেম্বর) সেখান থেকে তৃতীয় দিনের খেলা শুরু করেছে সফরকারীরা। টাকার ১১ ও দোহেনি ২ রানে অপরাজিত আছেন।